দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২৮ জুলাই : সাংবাদিক বৈঠক থেকে মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, ১ লা আগস্ট, শনিবার, ইদুজ্জোহা বা বখরি ঈদ; তাই এই শনিবার সম্পূর্ণ লকডাউন করা হচ্ছে না! এছাড়াও তিনি, গণেশ চতুর্থী, মহরম প্রভৃতি ধর্মীয় উৎসবের কথাও উল্লেখ করেছেন। এজন্যই, আগস্ট মাসের সব কটি সপ্তাহের শনিবার এবং রবিবার সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেননি তিনি। কখনো শনিবার, কখনো রবিবার, আবার কখনো সোমবার বা বুধবার লকডাউন করা হয়েছে। আর, একেই সম্পূর্ণ অবৈজ্ঞানিক বলছেন বিরোধীরা! একধাপ এগিয়ে, বিজেপি নেতা রাহুল সিনহা মন্তব্য করেছেন, “এই মহামারীর মোকাবিলার সময়ও মুখ্যমন্ত্রী ধর্মীয় তোষামোদ করে যাচ্ছেন। ধর্মীয় সম্প্রদায়ের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নিতে হচ্ছে। এজন্যই তো পশ্চিমবঙ্গে সংক্রমণ এভাবে বেড়ে চলেছে!”

কোনরকম নির্দিষ্ট নিয়ম-শৃঙ্খলা না মেনে, আগস্ট মাসের এই ৯ দিন লকডাউন ঘোষণা’ কে অবৈজ্ঞানিক বলেছেন, বাম পরিষদীয় দলনেতা সুজন চক্রবর্তীও। শুধু তাই নয়, তিনি রাজ্যে বিনা চিকিৎসায় মানুষের মৃত্যু’র অভিযোগ তুলে তীব্র আক্রমণ করেছেন মমতার সরকারকে। তিনি বলেছেন, এটা “সরকার নয় সার্কাস” চলছে!
