বিশেষ প্রতিবেদক, কলকাতা,২৪ জুলাই : দক্ষিণবঙ্গের একাংশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিলো হাওয়া অফিস। সক্রিয় মৌসুমী অক্ষরেখা, উত্তরবঙ্গ থেকে সরে গিয়ে এখন দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করছে। তাই ভারী বৃষ্টির সম্ভাবনা আরো প্রবল হয়ে উঠেছে জেলাগুলিতে। আগামী ৪৮ ঘন্টায় মূলত দক্ষিণবঙ্গের মোট ৭টি জেলায় ভারী বৃষ্টি হতে পারে। যার মধ্যে রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমান।
অন্যদিকে, উত্তরবঙ্গে ৪৮ ঘন্টায় বৃষ্টির পরিমাণ কমলেও
রবিবার থেকে আবারও তা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবার ও সোমবার আলিপুরদুয়ার এবং কোচবিহারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে আপাতত চলবে বিক্ষিপ্ত বৃষ্টি।
- Paschim Medinipur
- Purba Medinipur
- Recent
- Society
- Weather update
- আবহাওয়া
- এক ঝলকে
- দক্ষিণবঙ্গ
- ঝাড়গ্রাম
- রাজ্য
- পশ্চিম বর্ধমান
- পশ্চিম মেদিনীপুর
- পুরুলিয়া
- পূর্ব মেদিনীপুর
- বাঁকুড়া
- বীরভূম
- মুর্শিদাবাদ
- সমাজ