মর্মান্তিক দুর্ঘটনা আলিপুর চিড়িয়াখানায়, লকডাউনের দিনই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ২ জন শ্রমিক

আশিস মণ্ডল, কলকাতা, ২১ আগস্ট : লকডাউনের দিনই (২০ আগস্ট) আলিপুর চিড়িয়াখানায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেলেন ২ জন বেসরকারি বিজ্ঞাপন সংস্থার কর্মী। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন আরও ১ জন। চিড়িয়াখানার ভিতর বিলবোর্ড লাগানোর সময় দুর্ঘটনাটি ঘটে। ওই বিলবোর্ড লাগানোর দায়িত্ব দেওয়া হয়েছিল একটি বেসরকারি বিজ্ঞাপন সংস্থাকে। প্রত্যক্ষদর্শীদের মতে, ঘটনাটি ঘটেছে সকাল সাড়ে ১১ টা নাগাদ হাতির এনক্লোজারের উল্টোদিকে। দুর্ঘটনার সময় প্রায় ১৫ জন ভিতরে ছিলেন। বিদ্যুৎস্পৃষ্ট তিন জনকেই দ্রুততার সাথে স্থানীয় সিএমআরআই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা দু’জনকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে, আশংকাজনক অবস্থায় চিকিৎসাধীন অপর একজন। সূত্রের খবর, যে দু’জন মারা গিয়েছেন, তাঁদের একজন প্রদীপ দাস ওড়িশার ভদ্রকের বাসিন্দা। কলকাতার চিংড়িঘাটায় থাকতেন। আরেকজন, তারিণী দাস মুর্শিদাবাদের কান্দির বাসিন্দা। আহত ব্যক্তির নাম রিন্টু দাস। তিনি ভদ্রকের বাসিন্দা।

thebengalpost.in
আলিপুর চিড়িয়াখানা :

[ আরও পড়ুন -   প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র প্রয়াত হলেন, বঙ্গ-রাজনীতির একটি যুগের অবসান হল ]

এদিকে, এই ঘটনায় স্থানীয় শ্রমিক নেতা রাকেশ সিং প্রশ্ন তুলেছেন, কীভাবে লকডাউনের দিন সরকারি জায়গায় কাজ করছিল বেসরকারি সংস্থা? কার অনুমতিতে তাঁরা ভেতরে ঢুকেছিলেন? আপাতত এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।