বিক্ষোভের জেরে প্রার্থী বদল পশ্চিম মেদিনীপুরে! জেলা সভাপতির বদলে খড়্গপুর সদরে জোটের নতুন প্রার্থী রিতা শর্মা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ মার্চ: বিক্ষোভের জেরে প্রার্থী বদল করা হল পশ্চিম মেদিনীপুরে! খড়্গপুর সদর (২২৪ নং) আসনটিতে বাম-কংগ্রেস জোটের নতুন প্রার্থী হলেন এলাকার প্রাক্তন কাউন্সিলর রিতা শর্মা। প্রসঙ্গত, গত ৬ ই মার্চ এই আসনে জাতীয় কংগ্রেস তাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছিল পশ্চিম মেদিনীপুর জেলা কংগ্রেস সভাপতি সমীর রায়কে। এরপরই বিক্ষোভ শুরু হয় খড়্গপুরে! জাতীয় কংগ্রেসের প্রাক্তন বিধায়ক ‘চাচা’ জ্ঞান সিং সোহন পালের অফিসে ভাঙচুর চালিয়েছিল বিক্ষুব্ধ কংগ্রেস কর্মী সমর্থকেরা! শেষমেশ বিক্ষুব্ধদের প্রতিবাদে প্রার্থী বদল হল খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে।

thebengalpost.in
রিতা শর্মা :

[ আরও পড়ুন -   সব এক্সিট পোল ব্যর্থ করে বিহারে বিজেপি ঝড় অব্যাহত! চমক দিচ্ছে বামেরাও, গণনা চলবে রাত পর্যন্ত ]

২২৪ খড়্গপুর সদর বিধানসভা কেন্দ্রে বাম – কংগ্রেস জোটের অর্থাৎ সংযুক্ত মোর্চার নতুন প্রার্থী হলেন রিতা শর্মা। তিনি খড়্গপুর পৌরসভার ১৪ নং ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর তথা কো অর্ডিনেটর। চাচার শহরের দাবি ছিল, খড়্গপুরের ভূমিপুত্র বা ভূমিকন্যা কেই প্রর্থী করতে হবে। প্রসঙ্গত, জেলা সভাপতি সমীর রায় মেদিনীপুর শহরের বাসিন্দা। তাই, তাঁকে প্রার্থী হিসেবে মেনে নিতে আপত্তি ছিল খড়্গপুরের কংগ্রেস কর্মী সমর্থকদের। চাচা জ্ঞান সিং সোহন পালের শহরের এই সেন্টিমেন্টের কথা মাথায় রেখেই প্রার্থী বদল করা হল বলে জেলা নেতৃত্ব জানিয়েছে। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বিধানসভা আসনের ক্ষেত্রে, অন্যান্য রাজনৈতিক দলগুলিতেও প্রার্থী নিয়ে বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে সেই সমস্ত দলগুলিও একই পথে হাঁটে কিনা, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

thebengalpost.in
সমীর রায় :

[ আরও পড়ুন -   মন্ত্রিত্ব ছাড়ার পর প্রথম সভা মহিষাদলে, 'মঞ্চ' প্রস্তুত শুভেন্দু'র জন্য, স্বাগত জানাতে উন্মুখ 'শিবসেনা' থেকে মেদিনীপুরের 'হাম পার্টি' ]