দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৬ অক্টোবর: আজ (শুক্রবার) দুপুরে, মেদিনীপুর মেডিক্যাল কলেজের নতুন ভবন বা আই.সি (Integrated Clinical Building) বিল্ডিংয়ের দোতলায় মেডিসিন ওয়ার্ডের একটি ইলেকট্রিক বক্সে শর্ট সার্কিট থেকে ধোঁয়া ছড়াতে শুরু করলে রোগী ও রোগীর পরিজনদের মধ্যে সাময়িকভাবে আতঙ্ক ছড়ায়! তবে, দ্রুত ইলেকট্রিক মিস্ত্রি’রা এসে তা ঠিক করে দিল পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। অবশ্য, এই খবর পৌঁছে যায় দমকল ও পুলিশের কাছেও। পুলিশ ও দমকল পৌঁছনোর আগেই অবশ্য পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
তবে, সাময়িক ভাবে এই মিটার বক্স বা ইলেকট্রিক বক্স থেকে ধোঁয়া বেরোনোয়, রোগী ও পরিজনেরা আতঙ্কিত হয়ে, ছোটাছুটি শুরু করে দেন। মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “খুবই সামান্য একটা ঘটনা ঘটেছিল। সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়, আতঙ্কিত হওয়ার কিছু নেই। ২৪ ঘন্টাই টেকনিশিয়ানরা সজাগ আছেন।”