বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ১৬ অক্টোবর: অনুরাগীদের আবেদন কি কানে গেল দীনেশ কার্তিকের? জল্পনার অবসান ঘটিয়ে, শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক পদ থেকে ইস্তফা দিলেন দীনেশ কার্তিক। তার জায়গায় কলকাতার নতুন অধিনায়ক হতে চলেছেন ব্রিটিশ ব্যাকসম্যান তথা দুরন্ত ফর্মে থাকা ইয়ন মরগ্যান।
বেশ কিছুদিন ধরেই, এই বিষয়ে জল্পনা চলছিল। টিম ম্যানেজমেন্টও তা নিয়ে ভাবনা-চিন্তা করছিল। অবশেষে, প্রাক্তন নাইট অধিনায়ক তথা দলের অভিজ্ঞ ক্রিকেটার দীনেশ কার্তিক নিজেই সিদ্ধান্ত নিলেন। তাতে সিলমোহর দিল টিম ম্যানেজমেন্ট। আপাতত, বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড ক্যাপ্টেনের উপর ভরসা করেই এগোতে চাইছে কেকেআরের ম্যানেজমেন্ট। তবে, মুম্বাইয়ের সাথে পরবর্তী বড়ো ম্যাচের আগে অধিনায়ক পরিবর্তনের মতো এত বড়ো সিদ্ধান্ত সত্যিই কতটা কার্যকরী হবে, নাকি বুমেরাং হয়ে ফিরে আসবে তা সময়ই বলবে !