দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২১ মে: ভবানীপুরে ফিরছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের নবনির্বাচিত বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় ইস্তফা দিলেন আজ। তবে, বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেও এখনও কৃষি মন্ত্রীর
পদ থেকে ইস্তফা দেননি তিনি। যদিও, জল্পনা শুরু হয়েছে, শোভনদেব চট্টোপাধ্যায় মন্ত্রীত্ব থেকেও ইস্তফা দিয়ে রাজ্যসভার সাংসদ হতে পারেন।

Whatsapp Group এ

প্রসঙ্গত উল্লেখ্য, মানস রঞ্জন ভূঁইয়া রাজ্যসভার সাংসদ ছিলেন। তিনি মন্ত্রী হয়েছেন। তাঁর জায়গায় হয়তো শোভনদেবকে রাজ্যসভায় পাঠানো হতে পারে। অপরদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর নিজের কেন্দ্রেই বিধায়ক হয়ে ফিরতে চলেছেন প্রত্যাশামতো। তবে, অর্থমন্ত্রী অমিত মিত্র কোন কেন্দ্র থেকে দাঁড়াবেন, এখনও জানা যায়নি।









