দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শালবনী, ১০ অক্টোবর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি (৬ ও ৭ অক্টোবর) পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার প্রশাসনিক সভায় এসে, “কৃষক বন্ধু” প্রকল্পের বিষয়ে প্রতিশ্রুতি দিয়ে গিয়েছিলেন। তিনি কলকাতা পৌঁছতে না পৌঁছতেই এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া শুরু হয়ে গেল জেলা প্রশাসন ও ব্লক প্রশাসনের উদ্যোগে। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী (Salboni) ব্লকের কৃষি দফতরে, “কৃষক বন্ধু” প্রকল্পের আবেদন পত্র জমা নেওয়া শুরু হবে, আগামী ১২ অক্টোবর, সোমবার থেকে। শালবনী ব্লক প্রশাসনের পক্ষ থেকে অঞ্চল ভিত্তিক তালিকা দেওয়া হয়েছে এই সম্পর্কিত।

•••দেখে নিন অঞ্চল ভিত্তিক সেই তালিকা :
সোমবার ১২/১০ – শালবনী এবং বাঁকিবাঁধ অঞ্চল
মঙ্গলবার ১৩/১০ – দেবগ্রাম ও বিষ্ণুপুর অঞ্চল
বুধবার ১৪ /১০ – লালগেরিয়া ও ভীমপুর অঞ্চল
বৃহস্পতিবার ১৫ /১০ – সাতপাটি ও গড়মাল অঞ্চল
শুক্রবার ১৬ /১০ – কাশীজোড়া ও কর্ণগড় অঞ্চল।

এ প্রসঙ্গে উল্লেখ্য যে, যাদের জমির রেকর্ড আছে, কিন্তু এখনো “কৃষক বন্ধু” প্রকল্পে নাম জমা করতে পারেন নি, তাঁরাও নাম জমা করতে পারবেন। শালবনীর ক্ষেত্রে, এই বিষয়ে বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন, ৯৮৫১৫০৬৯৫৭ নম্বরে।





