দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, খড়্গপুর, ১৪ নভেম্বর: সর্বভারতীয় প্রযুক্তি শিক্ষার অন্যতম পীঠস্থান, খড়্গপুর আইআইটি’তে আলোর উৎসব দীপাবলি উপলক্ষে “ইলুমিনেশন” (Illumination) বা “ইল্লু” ভীষণই আকর্ষণীয় একটি উৎসব হিসেবে পালিত হয়ে চলেছে গত ৪০ বছর ধরে। চলতি বছরে, মহামারীর কারণে এই প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা ক্যাম্পাসে না থাকলেও, ঐতিহ্যের বিরাম নেই! কর্মীদের দিয়েই আলোর উৎসব “ইলুমিনেশন” এই বছরেও পালিত হচ্ছে।


প্রসঙ্গত উল্লেখ্য, গত ৪০ বছর ধরে IIT Kharagpur (খড়্গপুর আইআইটি) এর ছাত্র-ছাত্রীরা নিজ নিজ হস্টেলে ইলুমিনেশন বা আলোর উৎসব পালন করে চলেছে। এই উৎসবের মধ্য দিয়েই আলাদা ঐতিহ্য সৃষ্টি হয়েছে, আইআইটি খড়্গপুরে। কোনরকম কৃত্রিম বা রাসায়নিক দ্রব্য ছাড়া, সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ দ্রব্য ব্যবহার করে ছাত্র-ছাত্রীদের হোস্টেলগুলো আলোকিত করে তোলা হয়। মূলত, বিশাল আকারের বাঁশের চাটাই-এর উপর সমান্তরাল ভাবে তেল প্রদীপ বসিয়ে প্রস্তুত করা হয় এক একটি “ইল্লু”। পরে এই প্রদীপে, অগ্নি সংযোগ করে ফুটিয়ে তোলা হয় ভারতীয় সংস্কৃতির বিভিন্ন পৌরাণিক বা সমসাময়িক কাহিনী। ঐতিহ্য বজায় রেখে এই প্রতিষ্ঠানে এই বছরেও পালিত হচ্ছে ইলুমিনেশন উৎসব, তবে ক্যাম্পাসে ছাত্র-ছাত্রীদের না থাকায় উৎসব এবার তুলনামূলক ভাবে ম্লান!








