দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৩০ নভেম্বর: আগামী ৭ ই ডিসেম্বর, সোমবার মেদিনীপুর শহরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মহাসমাবেশ! দলীয় সভা সফল করতে তৎপর নেতা-কর্মী-সমর্থকেরা। আর, এই সভা নিয়েই সরগরম মেদিনীপুর শহর! শনিবার রাত থেকেই মেদিনীপুর শহরের বিভিন্ন প্রান্তে (মূলত, মীরবাজার, মল্লিকচক প্রভৃতি এলাকায়) নতুন করে পড়েছিল “দাদার অনুগামী” ব্যানার। অত্যন্ত স্বাভাবিক বিষয় হলেও, রাজনৈতিক মহল তাৎপর্য খুঁজছে অন্য একটি কারণে! গত শনিবার (২৮ নভেম্বর) ই প্রস্তুতি সভা উপলক্ষে শহরে এসেছিলেন তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি। আর ওইদিনই তিনি নিশ্চিত করেন, আগামী ৭ ই ডিসেম্বর দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সভায় যোগ দিতে আসার বিষয়টি। আর গতকাল (২৮ নভেম্বর) থেকেই, তৃণমূল নেতা-কর্মী-সমর্থকেরা ‘সাতগুন’ বেশি উৎসাহ নিয়ে, ঝাঁপিয়ে পড়েছে দলনেত্রীর সভা ঐতিহাসিক সভায় পরিণত করতে! স্বয়ং জেলা সভাপতি জানিয়ে দিয়েছেন, “মেদিনীপুর বাসী খুশিতে ডগমগ, মুখ্যমন্ত্রী আসছেন। কমপক্ষে দেড়-দু’লক্ষ মানুষের জমায়েত হবে।” সেই লক্ষ্য পূরণে অবিচল নেতা-কর্মীরা, আজ (৩০ নভেম্বর) জেলার বিভিন্ন প্রান্তে ‘মহামিছিল’ করেই ক্ষান্ত হননি, রাতারাতি “নতুন স্লোগান, নতুন ব্যানার” নিয়ে একেবারে মাঝমাঠে! “দাদার অনুগামী”দের বলে বলে গোল দেওয়াই এখন একমাত্র পাখির চোখ!

আজ (৩০ নভেম্বর) বিকেলেই ঘাটাল, খড়্গপুর, চন্দ্রকোনা, শালবনী সহ জেলার বিভিন্ন প্রান্তে এবং জেলা সদর মেদিনীপুরে ৭ ই ডিসেম্বরের সভার সমর্থনে মহামিছিল অনুষ্ঠিত হয়। মিছিল ঘিরে নেতা-কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল নজরকাড়া! আর এই মিছিলের প্রধান স্লোগান কিংবা ব্যানার ছিল, “মমতার সাথে মেদিনীপুর।” সেই “মমতার সাথে মেদিনীপুর” ব্যানারই সন্ধ্যা গড়িয়ে রাত হতে মেদিনীপুর শহরের বিভিন্ন এলাকা ছেয়ে ফেললো। শহরের স্কুলবাজার, বিবিগঞ্জ প্রভৃতি এলাকায় দেখা গেল, রাস্তার দুই পাশে “দাদার অনুগামী” ব্যানার, আর মাঝখানে “মমতার সাথে মেদিনীপুর” ব্যানার। অবশ্যই দু’পাশে দড়ি দিয়ে নিরাপদ দূরত্বে ঝোলানো হয়েছে! এর কোনো তাৎপর্য আছে কিনা, তা রাজনৈতিক বিশেষজ্ঞরাই বলতে পারবেন, তবে আপাতত অনুগামীদের সাইড কাটিয়ে ‘গোল’ দেওয়াই যে আসল লক্ষ্য তা বলাই বাহুল্য!