বিশেষ প্রতিবেদক, কলকাতা, ২৬ সেপ্টেম্বর : দীর্ঘ ৭ মাস বন্ধ থাকার পর অবশেষে বিনোদন দুনিয়ায় ছাড় দিল রাজ্য সরকার। আগামী ১ অক্টোবর থেকে বাংলায় খুলছে সমস্ত সিনেমা হল ও থিয়েটার। পাশাপাশি, নাটক, ম্যাজিক
শো,নাচ, গান আবৃত্তি একাধিক ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আজ টুইটারে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “করোনা পরিস্থিতির মধ্যে বাংলার জনজীবনকে স্বাভাবিক ছন্দে ফেরাতে আমরা নানা রকম উদ্যোগ নিচ্ছি। ১ অক্টোবর থেকে যাত্রা, নাটক, নাচ, গান, মুক্তমঞ্চ, ম্যাজিক শো আয়োজনের অনুমতি
দেওয়া হল। তবে, এসবের ক্ষেত্রে অবশ্যই কোভিড বিধি মানতে হবে। প্রতিটি ক্ষেত্রে, ৫০ জন বা তার চেয়ে কম সংখ্যক মানুষ অংশ নিতে পারবে। শারীরিক দুরত্ব বজায় রাখতে হবে, অবশ্যই সকলকে মাস্ক পরে থাকতে হবে।”
প্রসঙ্গত, কয়েক মাস ধরে সিনেমা হল বন্ধ থাকার ফলে, চরম সংকটে পড়েছেন হল মালিকরা! শেষমেশ পুজোর মুখে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় স্বস্তি পেল, সাংস্কৃতিক জগৎ ও বিনোদন জগৎ।






