দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের নজরগঞ্জ এলাকার একটি পুকুর থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য দেখা দেয়! স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার ওই এলাকায় পুকুরের মালিক পুকুরটি পরিষ্কার করানোর জন্য কিছু শ্রমিককে কাজে লাগায়। শ্রমিকেরা পরিষ্কার করার সময় পুকুরে একটি কালো প্লাস্টিক ব্যাগ দেখতে পেলে, তাদের সন্দেহ হয়। এরপর ব্যাগটি খুললে দেখা যায় একটি সদ্যজাত শিশু পুত্রের মৃতদেহ! এরপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর দেওয়া হয় কোতোয়ালী থানায়।

মেদিনীপুর শহরের মাঝে এই ধরনের ঘটনায় হতবাক অনেকেই। স্থানীয়দের অনুমান কেউ বা কারা হয়তো নিজেদের অবৈধ সম্পর্কের ফসল বা কুকর্ম ঢাকতে মৃত শিশুটিকে ফেলে দিয়ে গেছে! তবে, দেখে মনে হয়েছে, সদ্যজাত সন্তানটিকে হয়তো দু-একদিনের মধ্যেই পুকুরে ফেলা হয়েছে। এক্ষেত্রে, প্রশ্ন উঠছে এভাবে সদ্যজাত প্রাণ নষ্ট করার অধিকার মানুষের আছে কিনা বা লোকালয়ের মাঝখানে এভাবে পুকুরে ফেলে দেওয়ার মতো অপরাধ ক্ষমার যোগ্য কিনা! খবর পেয়ে কোতওয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃত শিশুটিকে উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠায় ও তদন্ত শুরু করে।








