দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ৩০ সেপ্টেম্বর : ১৯৯২ সালের ৬ ডিসেম্বর বাবরি মসজিদ ধ্বংস হয়েছিল! ২৮ বছর পর অবশেষে সিবিআইয়ের বিশেষ আদালত রায়দান করলো। সিবিআই এর দাবি ছিল, এই ঘটনা পূর্বপরিকল্পিত এবং শীর্ষস্তরের বহু নেতা এই কাণ্ডে প্ররোচনা দিয়েছেন। কিন্তু, দীর্ঘদিন পেরিয়ে গেলেও উপযুক্ত কোন প্রমাণ আদালতে দাখিল না হওয়ায় অভিযুক্তরা বেকুসুর খালাস পান।

বাবরি মসজিদ কান্ডে, লখনউয়ে অবস্থিত সিবিআইয়ের বিশেষ আদালত লালকৃষ্ণ আদভানি, মুরলী মনোহর যোশী, উমা ভারতী, কল্যান সিংহ সহ মোট ৩২ জনকে আজ (৩০ সেপ্টেম্বর) বেকসুর খালাস করেছে। আদালতের পক্ষ থেকে (বিচারপতি সুরেন্দ্র কুমার যাদব) জানানো হয়, “কোন নেতা এই পরিকল্পনার জন্য প্ররোচনা দিয়েছেন বা উস্কানি দিয়েছেন এরকম কোথাও প্রমাণিত হয়নি! এমনকি, লালকৃষ্ণ আডভানির মতো প্রথম সারির কোন রাজনৈতিক নেতা বাবরি মসজিদ ভাঙার নির্দেশ দেননি। ওই দিন জমায়েত হওয়া ভিড়ের মধ্যে থাকা কিছু উগ্র নেতার উস্কানিতে এই ঘটনা ঘটে।”





