দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ১৯ এপ্রিল: ভয়াবহ করোনা পরিস্থিতিতে মেদিনীপুর শহরে “রামনবমী” র সমস্ত অনুষ্ঠান বাতিল করার সিদ্ধান্ত নিল মেদিনীপুর শহরের “শ্রী রামনবমী সমারোহ সমিতি”। সোমবার বিকেলে আয়োজকদের পক্ষ থেকে উৎসব কমিটির সভাপতি প্রদ্যোত ঘোষ, বিভাগ সংঘ চালক চন্দন কান্তি ভুইয়া ও সমীরন গোস্বামী একটি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, “আগামী ২০ শে এপ্রিলের বর্ণাঢ্য র্যালি, ২২ শে এপ্রিলের অন্নভোগ বিতরণ এবং ২৩ শে এপ্রিলের শোভাযাত্রা এবার বন্ধ করা হল, উদ্ভুত কোভিড পরিস্থিতির জন্য। তবে, যথাযোগ্য মর্যাদার সঙ্গে ২১ শে এপ্রিল শ্রীরামচন্দ্রের পুজো অনুষ্ঠিত হবে।”


Whatsapp Group এ

প্রসঙ্গত, উত্তর প্রদেশ সরকার আগেই সেরাজ্যে রামনবমীর সমস্ত অনুষ্ঠান বাতিল করেছিল। এবার, পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্যেও একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংঘের (RSS) তরফে। সেই বিষয়েই সোমবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। তবে, জনসাধারণের উদ্দেশ্যে তাঁরা আবেদন জানিয়েছেন, শ্রীরাম নবমী তিথিতে বাড়িতে বাড়িতে প্রদীপ জ্বালিয়ে শঙ্খধ্বনি সহকারে শ্রীরামচন্দ্রের পুজো করার জন্য এবং গৈরিক পতাকা উত্তোলনের জন্য।









