দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৮ এপ্রিল: চাতক পাখির মতো অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন সমগ্র জঙ্গলমহলবাসী! অবশেষে ‘ধরা’ দিলেন বহু কাঙ্ক্ষিত মরশুমের প্রথম বৃষ্টি। ধরায় ঝরে পড়ে শীতল করলেন জঙ্গলমহল সহ সমগ্র পশ্চিম মেদিনীপুর’কে। জেলা শহর মেদিনীপুর সহ সংলগ্ন সদর ব্লক, রেলশহর খড়্গপুর থেকে শুরু করে জঙ্গলমহলের শালবনী, ভাদুতলা, গোয়ালতোড়, পিড়াকাটা, সাতপাটি, ভীমপুর প্রভৃতি এলাকায় কালবৈশাখী’র হাত ধরে সন্ধ্যার পরই নেমে এল শীতল বারিধারা! প্রচন্ড গরমের হাত থেকে সাময়িক স্বস্তির নিঃশ্বাস ফেললেন পশ্চিম মেদিনীপুর বাসী।

Whatsapp Group এ
উল্লেখ্য যে, আবহাওয়াবিদরা আগেই পূর্বাভাস দিয়েছিলেন, ৮ ই এপ্রিল থেকে ১০ ই এপ্রিল পর্যন্ত জঙ্গলমহল ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া সহ সমগ্র দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টি তথা কালবৈশাখী’র সম্ভাবনা সম্পর্কে। পূর্বাভাস সত্যি করে আজ সন্ধ্যায় জঙ্গলমহল সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায় স্বস্তির বৃষ্টি ঝরে পড়ল। প্রসঙ্গত, গত রবিবার দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বৃষ্টি হলেও জঙ্গলমহলের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম প্রভৃতি এলাকায় সেই অর্থে বৃষ্টি হয়নি। অবশেষে, মরশুমের প্রথম কালবৈশাখী’র সৌজন্যে ভিজলেন পশ্চিম মেদিনীপুর তথা জঙ্গলমহলবাসী।

