দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৭ মে: শুক্রবারই যশ বিপর্যস্ত ওড়িশা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নামতে পারেন কলাইকুন্ডা এয়ারবেশে। সেখান থেকেই বায়ুসেনার চপারে করে তাঁর ওড়িশা যাওয়ার কথা। তাই, প্রস্তুতি নিয়ে রাখছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে যেসকল পুলিশ কর্মীরা থাকবেন, তাঁদের করোনা পরীক্ষা করানোর ব্যবস্থা হল বৃহস্পতিবার। মেদিনীপুর মেডিক্যাল কলেজে তাঁদের করোনা পরীক্ষা হল।

Whatsapp Group এ

বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়ে, আরটিপিসিআর টেস্ট করালেন পুলিশ কর্মীরা। মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডাঃ পঞ্চানন কুন্ডু জানিয়েছেন, “দ্রুত পুলিশ কর্মীদের RT-PCR টেস্টের রিপোর্ট দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে।” সূত্রের খবর অনুযায়ী, জেলা প্রশাসনের সঙ্গে বৈঠকও হতে পারে প্রধানমন্ত্রীর।
