জেলার অক্সিজেন ভান্ডারে হানা দিলেন প্রশাসনের কর্তারা! আশ্বস্ত করলেন, “পশ্চিম মেদিনীপুরে পর্যাপ্ত যোগান আছে”

মণিরাজ ঘোষ, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল: অক্সিজেনের জন্য হাহাকার দেশজুড়ে! অসহায় মৃত্যুর ছবি চোখে জল এনে দিচ্ছে আপামর দেশবাসীর। স্থল পথে কিংবা আকাশ পথে “অক্সিজেন” পাঠানোর মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় সরকার। তা সত্ত্বেও সংক্রমণের বাড়বাড়ন্তে সামাল দেওয়া যাচ্ছেনা পরিস্থিতি! মহামারীর সময়ে “মহামূল্যবান” অক্সিজেনের ‘কালোবাজারি’র অভিযোগও আসছে বিভিন্ন জায়গা থেকে। এই পরিস্থিতিতে, জঙ্গলমহল পশ্চিম মেদিনীপুরের বাসিন্দাদের কিছুটা হলেও আশ্বস্ত করতে পারলেন পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের কর্তারা। জেলার অক্সিজেন বটলিং প্ল্যান্ট খড়গপুর শহরের (নিমপুরায় অবস্থিত) সুপার গ্যাস এন্ড এমপ্লয়িজ প্রাইভেট লিমিটেড অক্সিজেন প্লান্ট পরিদর্শন করে তাঁরা জানালেন, জেলায় এই মুহূর্তে প্রয়োজনের তুলনায় বেশি মেডিক্যাল অক্সিজেন মজুত আছে।

thebengalpost.in
বিভিন্ন ডিস্ট্রিবিউশন‌ কাউন্টারে পুলিশের হানা :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

রাজ্য সরকারের পরামর্শে, জেলা প্রশাসনের এক উচ্চপদস্থ পরিদর্শক দল সোমবার দুপুর নাগাদ পৌঁছে যায় খড়্গপুরের অক্সিজেন প্ল্যান্টে। এই পরিদর্শক দলে ছিলেন, দুই অতিরিক্ত জেলাশাসক যথাক্রমে তুষার সিংলা ও পীনাকী রঞ্জন প্রধান এবং জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী। জেলার এই বটলিং প্ল্যান্ট ঘুরে দেখে এবং কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে সন্তুষ্ট হন আধিকারিকরা। জেলাবাসীকে আশ্বস্ত করে অতিরিক্ত জেলাশাসক তুষার সিংলা বলেন, “এখানে ঘুরে দেখলাম পর্যাপ্ত পরিমাণে মেডিক্যাল অক্সিজেন (টাইপ বি) আছে। প্রয়োজন অনুযায়ী ওনারা ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন (টাইপ এ) কেও মেডিক্যাল অক্সিজেনে কনভার্ট করছেন।” অন্যদিকে, জেলার উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ সৌম্যশঙ্কর সারেঙ্গী জানিয়েছেন, “এই মুহূর্তে সরকারি হাসপাতালে প্রতিদিন ৩০০’র কাছাকাছি মেডিক্যাল অক্সিজেনের সিলিন্ডার প্রয়োজন পড়ছে, ওনাদের উৎপাদন ৮০০’র বেশি। বেসরকারি হাসপাতাল এবং হাওড়ার লিলুয়া সহ অন্যান্য জায়গাতেও ওনারা সরবরাহ করেন, সেটা ধরেও ওনারা জানিয়েছেন প্রয়োজন পড়লে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সাপ্লাই বন্ধ করে, মেডিক্যাল অক্সিজেন সরবরাহ করবেন। জেলা প্রশাসনের তরফে সেই পরামর্শই দেওয়া হয়েছে এবং ওনাদের ‌স্টক দেখে আমরা সন্তুষ্ট। জেলাবাসীর আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি।” অন্যদিকে, মেদিনীপুর ও খড়্গপুরের বিভিন্ন ডিস্ট্রিবিউশন‌ কাউন্টারেও আজ জেলা পুলিশের তরফে হানা দিয়ে অক্সিজেনের সরবরাহের বিষয়টি খতিয়ে দেখা হয়।

thebengalpost.in
নিমপুরার সুপার গ্যাস প্ল্যান্টে জেলা প্রশাসনের কর্তাদের পরিদর্শন :

আরও পড়ুন -   "আর কোন কথা নাই, দিদি আসছে চলো ভাই", পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের স্লোগান, কটাক্ষ বিজেপির