দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ঝাড়খণ্ড, ২৬ এপ্রিল: ঝাড়খণ্ডে ল্যান্ডমাইন বিস্ফোরণে রেল লাইন উড়িয়ে দিল মাওবাদীরা। জানা গিয়েছে যে, রাত দুটো নাগাদ চক্রধরপুর রেলওয়ে ডিভিশনের লোটাপাহাড় ও সোনুয়া স্টেশনের মাঝে রেল লাইনে ল্যান্ডমাইন বিস্ফোরণের ফলে উড়ে যায় রেল লাইনের বেশ কিছুটা অংশ। পাশাপাশি সূত্রের খবর অনুযায়ী, আজাদ হিন্দ এক্সপ্রেসকে “টার্গেট” করেছিল মাওবাদীরা। একটি মালগাড়ির চালক প্রথমে বিস্ফোরণের শব্দ পেয়েই খবর দেন হেডকোয়ার্টারে। এর পরেই স্টেশনে আটকে দেওয়া হয় আজাদ হিন্দ এক্সপ্রেসকে। যে কারণে শেষপর্যন্ত সফল হতে পারেনি মাওবাদীরা।

Whatsapp Group এ

এদিকে, এই ঘটনার পরই ব্যাহত হয়েছে ট্রেন পরিষেবা। বহু স্টেশনে আটকে পড়েছে দূরপাল্লার বিভিন্ন ট্রেন। ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় লাইন মেরামতির কাজ শুরু হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন জেলা পুলিশের আধিকারিক ও আরপিএফরা।
