
বিজ্ঞাপন
গত সেপ্টেম্বর মাসের ১৩ তারিখ নিট (NEET) পরীক্ষা হয়েছিল। এই পরীক্ষা নিয়ে কেন্দ্রের তীব্র বিরোধিতা করেছিল বিরোধী পক্ষ এবং পরীক্ষার্থীদের একাংশ। এরপর, যে সমস্ত পরীক্ষার্থীরা করোনা আক্রান্ত হয়েছিল বা যারা কন্টেনমেন্ট এলাকার মধ্যে বসবাস করার কারণে, পরীক্ষা দিতে পারেনি, তাদের জন্য সুপ্রিম কোর্ট ১৪ অক্টোবর পরীক্ষা নেওয়ার নির্দেশ দেয়। স্বভাবতই, ১৬ অক্টোবর পরীক্ষার ফল প্রকাশ হওয়ার ঘটনা ঘোষণা হতেই ফের জল্পনা শুরু হয়। ১৪ অক্টোবর পরীক্ষা হলে তাদের ফল প্রকাশও কি ১৬ তারিখেই হবে? প্রশ্ন বহু মহলেই। যদিও এই ব্যাপারে সলিসিটার জেনারেল তুষার মেহতা সুপ্রিম কোর্টকে জানিয়েছেন, ১৪ অক্টোবর যেসমস্ত পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে, তাদের ফল প্রকাশও ১৬ অক্টোবরেই হবে।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন