বিশেষ প্রতিবেদন, সুদীপ্তা ঘোষ, ২৫ সেপ্টেম্বর : সুশান্ত মৃত্যু মামলায় মাদক চক্রে যোগ থাকার অভিযোগে, এনসিবির দপ্তর থেকে একটি সমন জারি করা হলো দীপিকা পাড়ুকোন এবং রাকুলপ্রীত সিং এর বিরুদ্ধে। জিজ্ঞাসাবাদ
করার জন্য শুক্রবার ২৫ সেপ্টেম্বর রাকুলপ্রীত সিংকে এবং শনিবার ২৬ সেপ্টেম্বর দীপিকা পাড়ুকোনকে এনসিবির দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে। দীপিকার ম্যানেজার এবং ‘কান'(KWAN) এর কর্মচারী করিশমা প্রকাশ
কেও শুক্রবার ২৫ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদ করা হবে।
এনসিবির সূত্র অনুযায়ী, দীপিকা এনসিবির ওই সমন স্বীকার করেছেন। তিনি, গোয়াতে সাকুন বাত্রার পরবর্তী শুটিংয়ের কাজে ব্যাস্ত ছিলেন এবং এই সমন পাওয়ার পরই মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দীপিকা এবং রাকুল প্রীত
ছাড়াও, সারা আলি খান এবং শ্রদ্ধা কাপুরের বিরুদ্ধেও একটি সমন জারি করে, জিজ্ঞাসাবাদের জন্য তাদের এনসিবি’র দপ্তরে তলব করা হয়েছে।






