দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৮ মার্চ: ভোটের আবহে প্রধানমন্ত্রীকে সামনে রেখেই প্রচার চালাতে চাইছে রাজ্য বিজেপি নেতৃত্ব। জানা গিয়েছে, বাংলায় প্রধানমন্ত্রীর ২০টি জনসভা-র্যালি করার কথা রয়েছে। পাশাপাশি অমিত শাহ করবেন অন্তত ৫০ টি সভা। এমনকি প্রধানমন্ত্রীর পরবর্তী বঙ্গসফরের দিনও সোমবার বিজেপি সূত্রে জানিয়ে দেওয়া হয়েছে। ১৮ মার্চ পুরুলিয়া ও ২০ মার্চ কাঁথিতে সভা করবেন প্রধানমন্ত্রী। মেদিনীপুর শহরেও সভা করার কথা রয়েছে তাঁর।

একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল নিয়ে যথেষ্ট আশাবাদী বিজেপি। তাই, প্রতিটি জেলা জুড়েই নির্বাচনের প্রচারে কোনো খামতি রাখতে চাইছেনা বিজেপি নেতৃত্ব। পুরুলিয়াতে বিগত নির্বাচনগুলিতে বিজেপি যথেষ্ট ভালো ফল করেছিল। এমতাবস্থায়, সেখানে প্রধানমন্ত্রীর জনসভা যে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে তা মনে করছে রাজনৈতিক মহল। এদিকে, নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় এবং শুভেন্দু অধিকারীর ভোটের লড়াইর দিকে তাকিয়ে রয়েছে গোটা বাংলা। আর ঠিক এই আবহেই কাঁথিতে ২০ তারিখ জনসভা করতে চলেছেন প্রধানমন্ত্রী।







