মঙ্গলেই মেদিনীপুরে মেগা মনোনয়ন! অপেক্ষা করছে একাধিক চমক

সমীরণ ঘোষ, মেদিনীপুর ও খড়্গপুর, ৯ মার্চ: না, ‘বুধে পা’ বাড়ানোর আর সুযোগ নেই (প্রথম দফার প্রার্থীদের জন্য)! তাই, মঙ্গল’কেই বেছে নিলেন যুযুধান দুই দলের প্রার্থীরা। মেদিনীপুর বিধানসভায় শাসকদল তৃণমূলের প্রার্থী জনপ্রিয় অভিনেত্রী জুন মালিয়া কিংবা বিজেপি প্রার্থী মেদিনীপুরের ভূমিপুত্র শমিত দাস দু’জনই আজ, মঙ্গলবার মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানা গেছে। স্বাভাবিকভাবেই শাসক-বিরোধী দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে শহর মেদিনীপুরে এই মুহূর্তে চরম উত্তেজনা বিরাজ করছে! অন্যদিকে, বাম প্রার্থীরা মহামিছিল করে সোমবার মনোনয়নপত্র জমা দিয়েছেন। শালবনী বিধানসভার হেভিওয়েট প্রার্থী সুশান্ত ঘোষ ছাড়াও কেশপুর বিধানসভার রামেশ্বর দোলই, গড়বেতা বিধানসভার তপন ঘোষ এবং খড়্গপুর গ্রামীণ বিধানসভার সৈয়দ সাদ্দাম আলি এদিন মনোনয়নপত্র জমা দিয়েছেন। সোমবার শালবনী বিধানসভার তৃণমূল প্রার্থী শ্রীকান্ত মাহাত’ও মনোনয়নপত্র জমা দিয়েছেন।

thebengalpost.in
সোমবার মনোনয়নপত্র জমা দিলেন বামেরা :

[ আরও পড়ুন -   ছশো-সাতশো'র গন্ডি ছাড়িয়ে একলাফে রাজ্যে আক্রান্ত ৮৯৫ জন, দীর্ঘদিন পর ঝাড়গ্রামে ১ জন, দুই মেদিনীপুরে ২০ জন করোনা আক্রান্ত হলেন ]

তৃণমূল সূত্রে জানা গেছে, মেদিনীপুর বিধানসভার প্রার্থী জুন মালিয়া সকাল ৯-৯.৩০ টা নাগাদ কর্ণগড়ের (শালবনী ব্লকের কর্ণগড়) মহামায়া মন্দিরে পুজো দিতে যাবেন দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে। ফিরে এসে, মিছিল করে তিনি মনোনয়নপত্র জমা দেবেন। অন্যদিকে, বিজেপি প্রার্থী তথা জেলা সভাপতি শমিত দাসের মনোনয়ন ঘিরেও সাজো সাজো রব! উপস্থিত থাকার কথা দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়, জননেতা শুভেন্দু অধিকারী প্রমুখদের। শমিত দাস ছাড়াও মঙ্গলবার মেদিনীপুরে মনোনয়নপত্র জমা দেবেন বিজেপির শালবনী ও গড়বেতা বিধানসভার দুই প্রার্থী যথাক্রমে রাজীব কুন্ডু ও মদন রুই দাস। অপরদিকে, খড়্গপুর শহরে বিজেপির পক্ষে মনোনয়নপত্র জমা দেবেন যথাক্রমে খড়্গপুর গ্রামীণ, নারায়ণগড়, দাঁতন ও কেশিয়াড়ির চার প্রার্থী।

thebengalpost.in
মনোনয়নপত্র জমা দেওয়ার আগে কর্ণগড় মন্দিরে যাবেন জুন মালিয়া :

এদিকে, বিভিন্ন রাজনৈতিক মহল সূত্রে পাওয়া খবর অনুযায়ী, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারী এবং কৈলাস বিজয়বর্গীয়’র উপস্থিতিতে মনোনয়নপত্র জমা দেওয়ার পরই নতুন ‘চমক’ অপেক্ষা করছে জেলাবাসীর জন্য। জেলার একাধিক তৃণমূল নেতা-কর্মী এদিন বিজেপি’র পতাকা হাতে তুলে নিতে পারেন বলে জানা গেছে। এমনকি, জল্পনার অবসান ঘটিয়ে, আজ মঙ্গলবারই পদ্ম-শিবিরে যোগ দিতে পারেন, তৃণমূলের (সদ্য প্রাক্তন) জেলা সাধারণ সম্পাদক তথা জেলা মুখপাত্র দেবাশিস চৌধুরী ওরফে মুনমুন’ও। সবমিলিয়ে, মঙ্গলের মেদিনীপুর টানটান উত্তেজনা নিয়ে অপেক্ষা করছে রাজনৈতিক মহলের কাছে!

thebengalpost.in
মনোনয়নপত্র জমা দেবেন বিজেপি প্রার্থী শমিত দাসও :

[ আরও পড়ুন -   জঙ্গলে আগুন, জেলা শহরে হাতি! সাত ঘন্টার লড়াই শেষে নিরাপদ স্থানে ছেড়ে আসা হল 'গজরাজ' কে ]