“মাস্ক” ছাড়া বাইরে বেরোলে আজ থেকেই আইনগত ব্যবস্থা! রাজ্যের বেসরকারি হাসপাতালগুলিকে করোনা চিকিৎসা‌ করতেই হবে, জারি নির্দেশিকা

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৫ এপ্রিল: বুঝিয়ে সুঝিয়েও যে কাজ হয়নি বুঝে গেছে প্রশাসন! দৈনিক সংক্রমণ যখন ১৫ হাজারের দোরগোড়ায়, তখন কড়া সিদ্ধান্ত গ্রহণ করতে বাধ্য হল রাজ্য সরকার। শনিবার (২৪ এপ্রিল) ‘নবান্ন’ থেকে মুখ্যসচিবের জারি করা জরুরি নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, মাস্ক পরে না বেরোলে মহামারী আইন বলবৎ করে পুলিশ উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করবে। একইসাথে, পাবলিক প্লেস বা সর্বসাধারণের জন্য ব্যবহৃত এলাকায়, সোশ্যাল ডিসটেন্সিং (Social Distancing) বা সামাজিক দূরত্ব না মানলেও আইনগত ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশের নূন্যতম এস আই (SI) পদমর্যাদার পুলিশ অফিসার এই শাস্তির বিধান দিতে পারবেন বলেও নির্দেশিকায় উল্লেখ করে দেওয়া হয়েছে! তবে, এরপরেও প্রশ্ন উঠছে জনসাধারণ কি সত্যিই এবার সচেতন হবে, নাকি শাস্তির বিধানেও সে নিয়ম-ভাঙায় অনড় থাকবে!

thebengalpost.in
রাজ্য সরকারের নির্দেশিকা :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ

অপরদিকে, দিল্লি, মহারাষ্ট্র সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে করোনা আক্রান্তদের চিকিৎসায় পর্যাপ্ত অক্সিজেন ও শয্যার অভাবে মৃত্যুর খবর আসছে মুহুর্মুহু! কলকাতাতেও সেই পরিস্থিতির আঁচ পাওয়া যাচ্ছে।‌ অভিযোগ উঠছে, যে রোগীর ICU বা CCU দরকার তাঁকে ভর্তি নেওয়াই যাচ্ছেনা শয্যার অভাবে; অন্যদিকে জেনারেল বেডে থাকলেও চলবে যে রোগীর তিনি আইসিইউ বা সিসিইউ দখল করে শুয়ে আছেন! এই পরিস্থিতিতেই রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা অজয় চক্রবর্তী কড়া সতর্কবার্তা দিয়েছেন হাসপাতাল গুলিকে। প্রতিটি জেলার CMOH (মুখ্য স্বাস্থ্য আধিকারিক) দের নির্দেশ দিয়েছেন, হাসপাতাল ভিজিট করার জন্য। একইসাথে, নতুন নির্দেশিকা প্রকাশ‌ করে জানিয়ে দেওয়া হয়েছে, এবার থেকে রাজ্যের প্রতিটি বেসরকারি হাসপাতালের ৬০ শতাংশ শয্যা কোভিড আক্রান্তদের (অবশ্যই হাসপাতালে ভর্তির যোগ্য) জন্য রাখতেই হবে। এজন্য প্রয়োজনে বেড বাড়াতে হবে। বাকি ৪০ শতাংশের ক্ষেত্রেও গুরুতর অসুস্থ বা সঙ্কটজনক রোগীদেরই প্রাধান্য দেওয়ার কথা বলা হয়েছে। এই নির্দেশের ফলে, কোভিড আক্রান্ত বা তাঁদের পরিবার কিছুটা হলেও আশ্বস্ত হবে বলেই মনে করা হচ্ছে।

thebengalpost.in
করোনা রোগীদের চিকিৎসা এবার বেসরকারি হাসপাতালেও :

আরও পড়ুন -   অমিত শাহের সভার আগেই মেদিনীপুরে আরেক 'দাদা'র আবির্ভাব! ফের শুরু নতুন জল্পনা