দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ২৪ এপ্রিল:ফের প্রাকৃতিক বিপর্যয়ের ঘটনা ঘটলো উত্তরাখণ্ডে। এখনও পর্যন্ত মৃত্যু বেড়ে ১০ জন! উদ্ধার করা হয়েছে ৩৮৪ জনকে। জোশীমঠের কাছে চিন সীমান্তে নীতি উপত্যকায় হিমবাহে ফাটল ধরেছে বলে খবর পাওয়া গিয়েছে। ৷ইতিমধ্যেই, ওই হিমবাহ ফাটা জলে ঋষি গঙ্গার জলস্তর বেড়ে গিয়েছে প্রায় ২ ফুট। যার জেরে বড়সড় বিপর্যয়ের আশঙ্কায় সতর্কতা জারি করেছে স্থানীয় প্রশাসন। জানা গিয়েছে যে, জোশীমঠের সুমনা থেকে তিন শতাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। এই প্রসঙ্গে, উত্তরাখণ্ডের DGP অশোক কুমার সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, “হিমবাহ ফাটার জেরে কারও মৃত্যু হয়েছে কিনা তা খোঁজ খবর নিয়ে দেখা হচ্ছে। খারাপ আবহাওয়ার জন্য সঠিক খবর এখনও আসছে না। পরিস্থিতি জানতে বিশেষ টিম পাঠানো হয়েছে। এলাকায় ITBP মোতায়েন করা হয়েছে।”

Whatsapp Group এ
পাশাপাশি, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়াত টুইট করে জানিয়েছেন, “নীতি উপত্যকার সুমনায় হিমবাহ ধ্বসের খবর মিলেছে। ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে। জেলা প্রশাসন ও বর্ডার রোডস অর্গানাইজেশনের থেকে খবরাখবর নিচ্ছি।” জরুরি অবস্থায় সেনাবাহিনীকেও প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরিস্থিতি অনুযায়ী চামোলি জেলায় জারি করা হয়েছে হাই অ্যালার্ট। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই চামোলিতে হিমবাহ ধ্বসের জেরে মৃত্যু হয়েছিল ৭২ জনের। দু’মাস পরে ফের একবার প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন উত্তরাখণ্ড।

