দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৪ এপ্রিল: গ্রামোন্নয়ন ও পঞ্চায়েত ব্যবস্থায় ভালো কাজ করে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রক দ্বারা পুরস্কৃত হল পশ্চিম মেদিনীপুর জেলার ১ টি পঞ্চায়েত সমিতি ও ২ টি গ্রাম পঞ্চায়েত। আজ জাতীয় পঞ্চায়েতরাজ দিবস উপলক্ষে দিল্লিতে পুরস্কৃত করা হবে প্রতিনিধিদের। উপস্থিত থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও। পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী পঞ্চায়েত সমিতি ও দাসপুর- ২ ব্লকের গৌরা গ্রাম পঞ্চায়েত পাচ্ছে “দীনদয়াল উপাধ্যায় সশক্তিকরণ পুরস্কার” এবং গড়বেতা- ৩ ব্লকের আমলাশোল গ্রাম পঞ্চায়েত পাচ্ছে “নানাজি দেশমুখ রাষ্ট্রীয় গৌরব গ্রামসভা পুরস্কার”।

Whatsapp Group এ
ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় গ্রামের উন্নয়নে ভালো কাজ করলে বা বিভিন্ন প্রকল্প সঠিকভাবে রূপায়নের মাধ্যমে গ্রামীণ এলাকায় উপযুক্ত পরিষেবা দিলে কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের তরফে প্রতিবছর এই ধরনের পুরস্কার দেওয়া হয়। এই বছর জেলার ১ টি পঞ্চায়েত সমিতি ও ২ টি গ্রাম পঞ্চায়েত ভালো কাজ করে এই পুরস্কার অর্জন করল বলে জানিয়েছেন জেলার পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন আধিকারিক সুদীপ্ত সাঁতরা। আবাস যোজনা, শৌচাগার নির্মাণ, পানীয় জল প্রভৃতি বিভিন্ন পরিষেবা সঠিকভাবে প্রদান করে এই পুরস্কার জিতে নেওয়ায় খুশি সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতির সদস্যরাও।

