দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদক, সায়নী দাশগুপ্ত, ৭ অক্টোবর : হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন। তারপরই, দেশ ও বিদেশের সমস্ত বাঙালিরা মাততে চলেছে প্রাণের উৎসব দুর্গা পুজোয়। তবে, এবারের পুজো অন্যান্য
বছরের তুলনায় সম্পূর্ণ ভিন্ন! করোনা’র মধ্যে, কীভাবে উৎসব পালন হবে সেটাই এখন পুজো কর্তৃপক্ষদের কাছে বড় চ্যালেঞ্জ। এরই ফাঁকে পুজো নিয়ে বেশ কিছু বিধিনিষেধ (এসওপি) জারি করল কেন্দ্র। সেখানে কেন্দ্র সরকার
সাফ জানিয়ে দিয়েছে- মাস্ক পরা বাধ্যতামূলক, মাস্ক ছাড়া মণ্ডপে প্রবেশ নিষিদ্ধ। এছাড়াও, কন্টেইনমেন্ট জোনে (Containment Zone) কোনো রকম উৎসব পালন করা যাবে না! সেখানকার বাসিন্দারা অন্য এলাকার পুজোতেও অংশগ্রহণ করতে
পারবেন না।
একনজরে দেখে নিন অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশিকাগুলি :
১. ৬৫ বছরে উর্ধ্বে প্রবীণ, অন্তঃসত্ত্বা মহিলা ও ১০ বছরের কম শিশুদের বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
২. মণ্ডপের ঢোকার সময়
থার্মাল স্ক্রিনিং বাধ্যতামূলক। মণ্ডপে ঢোকা ও বেরোনোর জন্য একাধিক গেট রাখতে হবে।
৩. মাস্ক পরা বাধ্যতামুলক। সাথে হ্যান্ড স্যানিটাইজার রাখতে হবে।
৪.কনটেইনমেন্ট জোনে কোন রকম উৎসব পালন করা চলবে না।
ওখানকার বাসিন্দাদের বাড়িতেই উৎসব পালনের পরামর্শ দেওয়া হয়েছে।
৫. থুতু ফেলার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
৬. অনুষ্ঠানের জায়গা খোলামেলা করতে হবে। এর পাশাপাশি সামাজিক দূরত্ব বিধি মেনে চলতে হবে। মানুষের দাঁড়ানোর জন্য পর্যাপ্ত জায়গা রাখতে হবে।
৭.
পুজো কমিটি’র সদস্য থেকে কর্তৃপক্ষ কিংবা দর্শনার্থীবৃন্দ, উপসর্গ না থাকলে তবেই মণ্ডপে প্রবেশ করতে পারবে।






