দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ২ অক্টোবর : এবার করোনার শিকার হলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ফার্স্টলেডি মেলানিয়া ট্রাম্প। ট্রাম্প নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন।
বিজ্ঞাপন

গতকাল, ১ অক্টোবর (বৃহস্পতিবার), মার্কিন প্রেসিডেন্টের একজন ঘনিষ্ঠ সহযোগী হপ হিকস করোনা টেস্ট করালে তাঁর রিপোর্ট পজিটিভ আসে। এরপরই ডোনাল্ড এবং মেলানিয়া দুজনেই আইসোলেশনে ছিলেন। পরে নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান তাঁরা। আজ, ২ অক্টোবর, দু’জনের রিপোর্টই পজেটিভ আসে। আপাতত তাঁরা হোম আইসোলেশনে আছেন এবং সুস্থ আছেন। চিকিৎসকদের পরামর্শ মতো বাড়িতেই চিকিৎসা চলছে তাঁদের।
বিজ্ঞাপন
বিজ্ঞাপন