‘ব্যাট চালিয়ে’ বজরং ব্যায়ামাগারের ঐতিহ্যমণ্ডিত দিন-রাতের ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন করলেন জেলাশাসক

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ৪ ফেব্রুয়ারি: ২০ তম বর্ষে পদার্পণ করল মেদিনীপুর বজরং ব্যায়ামাগার পরিচালিত ক্রিকেট টুর্নামেন্ট। প্রতিযোগিতার আনুষ্ঠানিক নাম- সুধা তুলসীয়ান, বিন্দা দেবী মেমোরিয়াল তিন দিবসীয় দিন-রাতের ক্রিকেট টুর্নামেন্ট। আজ (৪ ফেব্রুয়ারি), আনুষ্ঠানিক ভাবে প্রতিযোগিতার উদ্বোধন করলেন পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক ডঃ রশ্মি কমল। মেদিনীপুর শহরের অন্যতম প্রাচীন ক্রীড়া প্রতিষ্ঠান বজরং ব্যায়ামাগার আয়োজিত, অবিভক্ত মেদিনীপুরের অন্যতম মেগা স্পোটর্স ইভেন্ট হল এই দিন-রাতের ক্রিকেট প্রতিযোগিতা। মেদিনীপুর কলেজ-কলেজিয়েট ময়দানে আয়োজিত তিন দিনের এই প্রতিযোগিতার খেলাগুলি অনুষ্ঠিত হবে আগামীকাল (৫ ফেব্রুয়ারি) ও পরশু (৬ ফেব্রুয়ারি)। উদ্বোধনী অনুষ্ঠানে, জেলাশাসক ছাড়াও উপস্থিত ছিলেন, মেদিনীপুর পৌরসভার পৌর প্রশামন্ডলীর সদস্য নির্মাল্য চক্রবর্তী, কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষিকা হিমানী পড়িয়া, সমাজসেবী গোপাল সাহা, ডিআরডিও’র বিজ্ঞানী পি সি গোপ, ক্রীড়াবিদ তপন রাজ, ক্লাবের প্রাক্তন সম্পাদক শ্যামসুন্দর গোপ, টুর্নামেন্ট কমিটির কার্যকরী সভাপতি বরুন আগরওয়াল প্রমুখ। সবাইকে স্বাগত জানান টুর্নামেন্ট কমিটির জয়েন্ট কনভেনার প্রসেনজিৎ সাহা। অনুষ্ঠান সঞ্চালনা করেন, টুর্নামেন্ট কমিটির জয়ন্ট কনভেনার কুন্দন গোপ।

thebengalpost.in
বজরং ব্যায়ামাগারের ক্রিকেট টুর্নামেন্টের সাড়ম্বর উদ্বোধন :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   বিশিষ্ট কংগ্রেস নেতা সহ গত দু'দিনে মেদিনীপুর শহরে সংক্রমিত ৩৯, ভাবাচ্ছে পরিবার সংক্রমণ! খড়্গপুরে ২৮, জেলায় ১৪৯ জন, মোট মৃত্যু সংখ্যা ২০০ ]

প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধনের পর, শীতের সন্ধ্যায়, মাঠে নেমে ‘ব্যাট চালিয়ে’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনাও করে দিলেন জেলাশাসক। নিজের সংক্ষিপ্ত বক্তব্যে উদ্যোক্তাদের ধন্যবাদ জানিয়ে তিনি বললেন, “উদ্যোক্তাদের ধন্যবাদ, তাঁরা ২০ বছর ধরে ঐতিহাসিক মেদিনীপুর শহরে এরকম ঐতিহ্যমণ্ডিত প্রতিযোগিতার আয়োজন করে চলেছেন। এই ধরনের প্রতিযোগিতা আরও হওয়া উচিত। গত বছর আমরা জেলা প্রশাসনের উদ্যোগে, এই সময়ে শীতকালীন কার্নিভালের আয়োজন করেছিলাম। কোভিড সহ বিভিন্ন কারণে এই বছর আমরা তা পারিনি। এই ধরনের অনুষ্ঠান জেলা ও শহরবাসীকে একসূত্রে বেঁধে রাখতে সহায়তা করে।” অনুষ্ঠানের সুর যেন জেলাশাসকের বক্তব্যের মধ্য দিয়েই বাঁধা হয়ে গেল। এরপর, মাঠে নেমে ব্যাট চালিয়ে ক্রীড়াপ্রেমী উদ্যোক্তা ও দর্শকদেরও তিনি উৎসাহিত করে গেলেন। উল্লেখ্য যে, সামাজিক দায়বদ্ধতার কথা মাথায় রেখে ক্লাবের পক্ষ থেকে শতাধিক দুঃস্থ মানুষের হাতে শীতবস্ত্রও তুলে দেওয়া হয়। ক্লাবের পাশে থাকার আশ্বাস দেন, পৌর প্রশাসকমন্ডলীর সদস্য নির্মাল্য চক্রবর্তী, সমাজসেবী গোপাল সাহা প্রমুখরা।

thebengalpost.in
উদ্বোধনী অনুষ্ঠান :

[ আরও পড়ুন -   সংক্রমণে কাবু রেলশহর থেকে রাজধানী, রাজ্য থেকে দেশ, খড়্গপুরে নতুন করে ৪, মাস্ক পরেই ফিরলেন শেখ হানিফ ]