দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৬ মার্চ: প্রথম দফার নির্বাচনের (২৭ মার্চ) কাউন্টডাউন শুরু হয়ে গেল! ভোট কর্মীদের কাছে, ভোটগ্রহণ করতে যাওয়া মানেই এক অন্যরকম উত্তেজনা! শুধু নিজেদের কাছে নয়, প্রতিটি ভোটকর্মীদের পরিবারের কাছেও এই ক’দিন উৎকন্ঠা ও দুঃশ্চিন্তারও বটে। তবে, এবার যেহেতু রাজ্যের প্রতিটি বুথেই কেন্দ্রীয় বাহিনী থাকার বিষয়ে আশ্বস্ত করা হচ্ছে, দুঃশ্চিন্তা কিছুটা হলেও কম ভোট কর্মীদের মধ্যে। এর মধ্যেই, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ জঙ্গলমহলের বিভিন্ন জেলায় প্রথম দফার নির্বাচনের জন্য ভোটকর্মীদের ভোটগ্রহণ কেন্দ্র (বিধানসভা) এবং DC (Distribution Centre) – RC (Receiving Centre) জানিয়ে চিঠি ছাড়া হয়েছে। সোমবার থেকে তা পৌঁছনোও শুরু হয়ে গেছে ভোট কর্মীদের (Polling Personnel) কাছে। শুধু তাই নয়, সবথেকে গুরুত্বপূর্ণ তৃতীয় ট্রেনিং (Third Training) এর সময় ও দিনক্ষণও উল্লেখ করা হয়েছে চিঠিতে। এই তৃতীয় দফার ট্রেনিং পর্বেই ভোট কর্মীরা নিজেদের সঙ্গী বা Partner দের সঙ্গে পরিচিত হন।


Whatsapp Group এ
এদিকে, পশ্চিম মেদিনীপুর জেলায় মোট ৬ টি DC (মেদিনীপুর কলেজ, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, ঘাটাল কলেজ, বালিচক ভজহরি বিদ্যালয়, নেকুড়সিনি উচ্চ বিদ্যালয় এবং কেন্দ্রীয় বিদ্যালয়- ২) করা হয়েছে এবার। অপরদিকে, RC করা হয়েছে ৪ (চার) টি (মেদিনীপুর কলেজ, মেদিনীপুর কলেজিয়েট স্কুল, ঘাটাল কলেজ এবং কেন্দ্রীয় বিদ্যালয়- ২)। স্ট্রং রুম ও কাউন্টিং সেন্টারও এই চারটি। প্রসঙ্গত, প্রতিটি DC থেকে এবং RC তে পৌঁছনোর জন্য বাস বা যানবাহনের ব্যবস্থা থাকছে যথারীতি। মহিলাদের জন্যও থাকছে পৃথক বাস/গাড়ির ব্যবস্থা। এবার দেখে নিন, মেদিনীপুর DC – RC থেকে বাসের সময়সারণী।
***ক্লিক করুন এখানে।











