দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৪ জানুয়ারি: চাঞ্চল্যকর ঘটনা কালীঘাটে! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বে, মুখার্জি ঘাট এলাকায় উদ্ধার হল বস্তাভর্তি পোড়া টাকা! স্থানীয় মানুষ ভিড় জমিয়েছেন ওই এলাকায়। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে, কালীঘাট থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ টাকা, ২০ টাকা, ৫০ টাকা, ১০০ টাকা ও ৫০০ টাকার কাড়ি কাড়ি নোট অর্ধেক বা পুরোপুরি পোড়া অবস্থায় পড়ে আছে। উৎসাহী মানুষ হন্যে হয়ে খুঁজছেন যদি কোনো নোট ঠিকঠাক বা ভালো অবস্থায় উদ্ধার করা যায়! ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ভরদুপুরে কালীঘাটের মুখার্জি ঘাটে প্রচুর নোট পুড়তে দেখা যায়। স্থানীয়রা দেখেন নোটগুলো আসল। আগুন নেভানোর চেষ্টাও করেন। কিন্তু, বেশিরভাগ নোটই হয় পুরোপুরি কিংবা অর্ধেকের বেশি পুড়ে গিয়েছে। হতাশ হতে হয় স্থানীয়দের। তাঁরা কালীঘাট থানায় খবর দিলে পুলিশ আসে। তবে, কে বা কারা এই নোটভর্তি বস্তা ফেলে দিয়ে গেছে বা পুড়িয়ে দিয়ে গেছে, এখনও তা জানা যায়নি। সূত্রের খবর অনুযায়ী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়ি থেকে এই ঘাট হাঁটাপথে ১০-১৫ মিঃ এর মধ্যেই। তদন্তে সমস্ত দিক খতিয়ে দেখছে পুলিশ।







