নিজস্ব প্রতিবেদক, পূর্ব বর্ধমান, ২০ সেপ্টেম্বর : মদের আসরে মাত্র ৩০ টাকার জন্য বচসা! যার পরিণতি হলো মর্মান্তিক। সামান্য কিছু এই টাকার জন্য বন্ধুকে পিটিয়ে মারার অভিযোগ উঠলো এক যুবকের বিরুদ্ধে। পূর্ব বর্ধমানের হটুদেওয়ান এলাকার এই মর্মান্তিক ঘটনায় গ্রেফতার অভিযুক্ত।
স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে, গতকাল চলা মদের আসরে বন্ধু ইসরাফিল শেখের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বছর পঁয়ত্রিশের শেখ বাদশা। মাত্র ৩০ টাকার জন্য তাঁকে বাঁশ দিয়ে পেটাতে শুরু করেন ইসরাফিল। গুরুতর জখম অবস্থায় যুবককে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে পরে সেখানেই তাঁর মৃত্যু হয়। খুনের অভিযোগে শেখ বাদশার বন্ধু ইসরাফিলকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। সামান্য কিছু টাকা নাকি অন্য কোন কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা ঘটনায় চমকে গিয়েছে গ্রাম।