আগামীকালই তৃণমূলের প্রার্থী ঘোষণা, থাকছে একাধিক চমক! দেখে নিন পশ্চিম মেদিনীপুরের ১৫ টি বিধানসভার সম্ভাব্য প্রার্থীদের নাম

thebengalpost.in
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৮ ফেব্রুয়ারি: আগামীকাল দুপুর ১২ টায়, তৃণমূল ভবন থেকে তৃণমূল কংগ্রেস তাদের ২৯৪ টি বিধানসভার প্রার্থী ঘোষণা করতে চলেছে। শেষ মুহূর্তে প্রার্থী তালিকায় একাধিক চমক থাকতে পারে বলে সূত্রের খবর। বাদ পড়তে চলেছেন অনেক বিধায়ক। একাধিক সেলিব্রেটি বা তারকারা টিকিট পেতে চলেছেন। মূলত, জনপ্রিয়তা, জনসংযোগ, স্বচ্ছ ভাবমূর্তি এবং পিকে’র টিমের সমীক্ষার উপর নির্ভর করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী তালিকা প্রস্তুত করেছেন বলে সূত্রের খবর। রাত পোহালেই বোঝা যাবে, কার কপালে শিকে ছিঁড়তে চলেছে। তার আগে, দ্য বেঙ্গল পোস্ট বিভিন্ন সূত্র ধরে পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভার সম্ভাব্য প্রার্থীদের নাম তুলে ধরার চেষ্টা করছে। তবে, এই তালিকার সঙ্গে হয়তো মূল তালিকার কোনও মিল নাও থাকতে পারে, বা থাকলেও তা নিতান্তই কাকতালীয়! এই তালিকাকে বেঙ্গল পোস্টের নিজস্ব ধারনা বা সমীক্ষা বলেও ধরে নেওয়া যায়।

thebengalpost.in
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় :

[ আরও পড়ুন -   'অরেঞ্জ অ্যালার্ট' জারি করা হল পশ্চিমবঙ্গে! দেখে নিন কোন কোন জেলায় জারি করা হল কমলা সতর্কতা ]

উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলার ১৫ টি বিধানসভার মধ্যে, আকর্ষণের কেন্দ্রবিন্দুতে নিঃসন্দেহে মেদিনীপুর বিধানসভা। দু’বারের বিধায়ক মৃগেন্দ্রনাথ মাইতি’র প্রয়াণের পর, এই বিধানসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে একাধিক রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিত্বের নাম উঠে এলেও, শেষ মুহূর্তে কে প্রার্থী হবেন তা সত্যিই গোলকধাঁধার মত রহস্যময়। একসময়, পিকে’র টিমের তরফে শহরের বিশিষ্ট চিকিৎসক ডাঃ গোলোক বিহারী মাজি‘র নামে একপ্রকার সিলমোহর দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। তবে, এক্ষেত্রেও দলের বিভিন্ন গোষ্ঠী তাঁকে সমর্থন করেনি বলে সূত্রের খবর। এরপর, একেবারে শেষ লগ্নে, কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি সৌমেন খান স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগ দেওয়ায় তাঁর নামও ভেসে আসে প্রার্থী তালিকায়। এছাড়াও, প্রথম থেকেই কিছু নাম জল্পনায় ছিল। মেদিনীপুর বিধানসভা দিয়েই এই শাসকদলের সম্ভাব্য প্রার্থী তালিকা তুলে ধরছে দ্য বেঙ্গল পোস্ট। এক্ষেত্রে অবশ্যই উল্লেখযোগ্য যে, বেশ কিছু বিধায়ক এবার টিকিট পাচ্ছেন না, এটা প্রায় নিশ্চিত হওয়ার পরও এই তালিকায় তাঁদের নাম রাখা হয়েছে। কারণ, এটি সম্ভাব্য তালিকা মাত্র, শেষ মুহূর্তে অনেককিছুই হয়তো বদলে যেতে পারে!

thebengalpost.in
অভিষেক বন্দ্যোপাধ্যায় :

১. মেদিনীপুর বিধানসভা : ডাঃ গোলোক বিহারী মাজি/সুজয় হাজরা/নির্মাল্য চক্রবর্তী/সৌমেন খান/অভিনেতা সোহম
২. খড়্গপুর সদর: প্রদীপ সরকার
৩. খড়্গপুর গ্রামীণ: দীনেন রায়
৪. শালবনী: শ্রীকান্ত মাহাত
৫. ঘাটাল : শঙ্কর দোলই
৬. দাসপুর : আশিস উদাইত/মমতা ভূঁইয়া
৭. কেশপুর : শিউলি সাহা/সৌমেন খান/সত্যব্রত দোলই
৮. চন্দ্রকোনা: কৃষ্ণেন্দু বিষুই/ছায়া দোলই
৯. পিংলা : অজিত মাইতি/অনিশ্চিত
১০. কেশিয়াড়ি : ভদ্র হেমব্রম/দেবু টুডু/পরেশ মুর্মু
১১. দাঁতন : বিক্রম প্রধান
১২. সবং : গীতা ভূঁইয়া/মানস ভূঁইয়া
১৩. ডেবরা : হুমায়ুন কবীর/সেলিমা বিবি/কোনো তারকা
১৪. গড়বেতা : রমা তেওয়ারি/আশিস চক্রবর্তী
১৫. নারায়ণগড় : সূর্য অট্ট/প্রদ্যোৎ ঘোষ

[ আরও পড়ুন -   "আর কোন কথা নাই, দিদি আসছে চলো ভাই", পশ্চিম মেদিনীপুরে তৃণমূলের স্লোগান, কটাক্ষ বিজেপির ]