দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ১৫ মার্চ: গত শনিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূলে যোগ দিয়েছিলেন বাজপেয়ী জমানার কেন্দ্রীয় মন্ত্রী যশবন্ত সিনহা। শনিবার মুখ্যমন্ত্রীর সাথে দীর্ঘক্ষণ কথা বলার পর তৃণমূল ভবনে গিয়ে একাধিক দলীয় নেতৃত্বের উপস্থিতিতে দলের পতাকা হাতে তুলে নেন তিনি। এমতাবস্থায়, নির্বাচনের আগে তাঁর রাজনৈতিক অভিজ্ঞতার ভিত্তিতে তৃণমূলের সর্বভারতীয় সভাপতির পদ দেওয়া হল তাঁকে।


Whatsapp Group এ
সোমবার তৃণমূলের সর্বভারতীয় সভাপতি সুব্রত বক্সি একটি প্রেস বিবৃতি দিয়ে এই কথা জনিয়েছেন। পাশাপাশি, সোমবার থেকেই তৃণমূল ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য হিসেবে কাজ শুরু করবেন যশবন্ত সিনহা। দীর্ঘদিন বিজেপির সাথে যুক্ত থাকা এই প্রবীণ রাজনীতিবিদের অভিজ্ঞতা এবং রাজনৈতিক বুদ্ধি নির্বাচনের আবহে নিঃসন্দেহে তৃণমূলকে অক্সিজেন যোগাবে বলে মনে করছে রাজনৈতিক মহল। যদিও, বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেছেন, “উনি নিঃসন্দেহে বিদগ্ধ মানুষ। তবে, তৃণমূলের ডুবন্ত নৌকায় চেপেছেন, আরও ডুববে। এর আগেও লোকসভার আগে তৃণমূলের মঞ্চে দেখা গিয়েছিল, ফলাফল তো মানুষ দেখতেই পেয়েছেন।”











