বীরাঙ্গনাদের সম্মানিত করল ডেবরা কলেজ, ‘উপহার’ তুলে দিল সিআরপিএফ বাহিনী

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম, ৯ মার্চ: আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, নারীদের প্রতি সম্মাননা জ্ঞাপন করা হল পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলায়। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা থানা এস কে এস মহাবিদ্যালয়ের (ডেবরা কলেজ) এর পক্ষ থেকে সমাজের প্রথম সারির যোদ্ধাদের অর্থাৎ সর্বস্তরের ‘বীরাঙ্গনা’ নারীদের সম্মানিত করা হল। প্রশাসনিক ক্ষেত্র, হাসপাতাল ও পুলিশ বিভাগে কর্মরতা এই নারী মহীয়সীরা, যাঁরা সারা বছর ধরে এবং মহামারীর মহাসঙ্কটের সময়ে প্রাণ ও পরিবারের মায়া ত্যাগ করে নিজেদের দায়িত্ব পালনে নিয়োজিত থেকেছেন, তাঁদের মধ্যেই কিছুজনকে কলেজের IQAC ও NSS এর পক্ষ থেকে গতকাল (৮ মার্চ স) সম্মানিত করা হয়। কলেজের প্রতিনিধিরা তাঁদের কাছে গিয়ে উপহার ও শুভেচ্ছা বার্তা তুলে দেন। ডেবরা হাসপাতাল, ডেবরা থানা ও ডেবরা বিডিও অফিসে কর্মরতা করোনা যোদ্ধা তথা প্রথম সারির যোদ্ধাদের প্রতি সম্মান অর্পণ করা হয়।

thebengalpost.in
ডেবরা কলেজের পক্ষ থেকে সম্মান জ্ঞাপন :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   পূর্ব মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হল শিশির অধিকারীকে, সৌমেন কুমার মহাপাত্র নতুন জেলা সভাপতি ]

অন্যদিকে, ১৬৭ নং সি আর পি এফ ব্যাটেলিয়নের পক্ষ থেকে জঙ্গলমহলের দরিদ্র ও কর্মঠ মহিলাদের হাতে শাড়ি তুলে দেওয়া হয়, নারী দিবসের দিন। সারা বছর যারা নিরলসভাবে শ্রম দিয়ে সমাজ ও পরিবারকে সুরক্ষিত রাখেন, সেই কর্মপ্রাণ মহিলাদের হাতে এই বাহিনীর পক্ষ থেকে এদিন উপহার তুলে দিয়ে তাঁদের সম্মানিত করা হল।

thebengalpost.in
১৬৭ নং ব্যাটেলিয়নের পক্ষ থেকে শাড়ি উপহার :

[ আরও পড়ুন -   সংক্রমণে রাশ! মেদিনীপুরে সংক্রমিত ১৯, খড়্গপুরে ২৩, গত ৪৮ ঘন্টায় জেলায় আক্রান্ত ১৪৬, সুস্থ ৪০১ জন ]