দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ৩ অক্টোবর: পুজোর আগে আকাশে আজ কালো মেঘের ঘনঘটা! শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ, দু-এক পশলা বৃষ্টিও হচ্ছে সারাদিন ধরে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, ওড়িশা উপকূলে ঘনীভূত হয়েছে নিম্নচাপ; যার ফলে ওড়িশা, সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের একাধিক জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত জারি থাকবে। এর পাশাপাশি, দক্ষিণবঙ্গের ঝাড়গ্রাম, দুই মেদিনীপুর, পশ্চিম বর্ধমান , বাঁকুড়া, পুরুলিয়ায় আগামী ৪৮ ঘন্টা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভবনা থাকছে।
উওর-পশ্চিম বঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকার কারণে, সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ঝলমলে পরিষ্কার আকাশ থাকবে এবং আপাতত ভারী বৃষ্টির কোনো সম্ভবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে।