দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদন, ১৫ অক্টোবর: অক্টোবরের দ্বিতীয় সপ্তাহ থেকেই পশ্চিমবঙ্গ থেকে বর্ষা বিদায় নেওয়ার কথা ছিল। কিন্তু, বঙ্গোপসাগরে লাগাতার নিম্নচাপ সৃষ্টি হওয়ার ফলে বর্ষা বিদায় আপাতত স্থগিত! অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘গতি’ অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা, কর্ণাটক, পূর্ব মহারাষ্ট্রে বেশ প্রভাব ফেলেছে। অন্ধ্র ও তেলেঙ্গানার অবস্থা তো রীতিমতো ভয়াবহ!

এদিকে, আবহাওয়া সূত্রের খবর অনুযায়ী, দক্ষিণ প্রশান্ত মহাসাগরে নতুন করে ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে, যা আগামী ১৭ অক্টোবর নিম্নচাপে পরিণত হয়ে, ধীরে ধীরে বঙ্গোপসাগরের দিকে অগ্রসর হব। যার ফলে, গাঙ্গেয় উপকূলে বা দক্ষিণবঙ্গে ষষ্ঠী বা সপ্তমীর দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে! যদিও এই বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি, আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। তবে, আবহাওয়াবিদ’দের অনুমান, ঘূর্ণিঝড়ের অভিমুখ ওড়িশা উপকূলের দিকে হলে, বাংলায় এর প্রভাব ভালোই পড়বে!






