দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, কলকাতা, ২৮ জানুয়ারি: সৌরভ গাঙ্গুলি’র অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হল। যথারীতি বসল দুটি স্টেন্ট। এই মুহূর্তে ভালো আছেন ‘প্রিন্স অফ ক্যালকুটা’ সৌরভ গাঙ্গুলি। তবে, পর্যবেক্ষণে রাখা হয়েছে মহারজকে। সৌরভের স্টেন্ট বসানো হয়, ডাঃ আফতাব খানের নেতৃত্বে। উপস্থিত ছিলেন, বিশ্বখ্যাত দুই হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ দেবী শেঠি এবং অশ্বিনী মেহতা। এছাড়াও, ডাঃ খানের টিমে ছিলেন, ডাঃ অজিত দেশাই, ডাঃ সরোজ মন্ডল এবং সৌরভের পারিবারিক বন্ধু ও চিকিৎসক ডাঃ সপ্তর্ষি বসু। প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই খবর দেওয়া হয়েছে, অ্যাপোলো হাসপাতালের তরফে।

প্রসঙ্গত উল্লেখ্য, এর আগে ২ রা জানুয়ারি সৌরভের বুকে একটি স্টেন্ট বসানো হয়েছিল। সেবার উডল্যান্ড হাসপাতালে এই স্টেস্ট বসানো হলেও, প্রায় এই বিশেষজ্ঞ টিমই স্টেন্ট বসানোর কাজটি সম্পন্ন করেছিলেন। সেই সময়ই বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, সৌরভের যে আর্টারিতে ৯০ শতাংশ ব্লক ছিল তা এই মুহূর্তে স্টেন্ট বসিয়ে ঠিক করা হলেও, ভবিষ্যতে সৌলভকে আরও দুটি স্টেন্ট বসাতে হবে। এই দুটি আর্টারি বা ধমনীতে ৭০ শতাংশ করে ব্লকেজ ছিল। গতকাল সৌরভ ফের বুকে ব্যাথা অনুভব করায়, চিকিৎসকরা আর ঝুঁকি নেননি! আপাতত মহারাজের প্রার্থনায় সারা দেশ। হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি মুহূর্তে খোঁজ নিচ্ছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দাদা যাতে দ্রুত সুস্থ হয়ে ওঠেন, সেই কামনা করছেন তাঁর একসময়ের সতীর্থ সহ অসংখ্য অনুরাগীরা।







