দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, শালবনী (পশ্চিম মেদিনীপুর), ২৪ জানুয়ারি: ‘দেশনায়ক’ নেতাজি সুভাষচন্দ্র বসু’র ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে বীর বঙ্গসন্তানের ‘কর্মভূমি’ কলকাতার বুকে এক স্মরণীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের উদ্যোগে। উপস্থিত ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়ালে অনুষ্ঠিত এই ঐতিহাসিক সন্ধিক্ষণে নেতাজি সুভাষচন্দ্র বসু’র স্মৃতিতে বিশেষ মুদ্রা, ডাকটিকিট এবং তাঁর রচিত চিঠিপত্র (১৯২৬ থেকে ১৯৩৮ এর মধ্যে) সম্বলিত পুস্তক এর উদ্বোধনও করেন প্রধানমন্ত্রী। তার আগে, বীর সুভাষ এর জন্মদিবসটিকে এবার থেকে “পরাক্রম দিবস” রূপে পালন করার ঘোষণাও করা হয় কেন্দ্র সরকারের তরফে। আর, এদিনই রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘দেশনায়ক’ এর প্রতি শ্রদ্ধা অর্পণ করে বিভিন্ন সমাজসেবা মূলক কর্মসূচি গ্রহণ করা হয়। বাদ যায়নি প্রত্যন্ত জঙ্গলমহলও। পশ্চিম মেদিনীপুরের শালবনীতে আয়োজিত হল, বিনামূল্যের স্বাস্থ্য শিবির। জঙ্গলমহলের প্রান্তিক মানুষগুলোর স্বাস্থ্যের কথা ভেবে, স্থানীয় চিকিৎসক (শালবনী সুপার স্পেশালিটি হাসপাতাল) ডাঃ আলমের সহযোগিতায় চকতারিনী মাইতি মেডিক্যালের উদ্যোগে এই বিনামূল্যের স্বাস্থ্য শিবিরটি আয়োজন করা হয়েছিল শনিবার। উপস্থিত ছিলেন, পশ্চিম মেদিনীপুর জেলার প্রখ্যাত চিকিৎসক বৃন্দ। এই শিবিরে প্রায় কয়েকশো মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য উপস্থিত হয়েছিলেন। সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল স্থানীয় ‘ছত্রছায়া’ স্বেচ্ছাসেবী সংগঠন।


অন্যদিকে, মেদিনীপুর শহরের সংকল্প ফাউন্ডেশনের উদ্যোগে, শীতব্স্ত্র প্রদান করা হল ‘অরণ্য সুন্দরী’ ঝাড়গ্রামের কুষ্ঠ কলোনীতে। ঝাড়গ্রামের ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত, আশ্রম পাড়ার কুষ্ঠ কলোনিতে বসবাসকারী ৭৫ টি পরিবারের মধ্যে শীতবস্ত্র বিতরণ এবং সমস্ত শিশুদেরকে কেক বিতরণ করা হয় শনিবার। কুষ্ঠ কোন সামাজিক ব্যাধি নয় এবং অভিশাপ নয়, এটি অন্যান্য আর পাঁচটি রোগের মতোই একটি ভাইরাস ঘটিত রোগ নিরাময় যোগ্য, এই বার্তা দেওয়া হয় সংগঠনের তরফে। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঝাড়গাম পৌরসভার প্রশাসক কল্লোল তপাদার। উপস্থিত ছিলেন সংকল্প ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা গোপাল সাহা, ডিরেক্টর ডঃ শান্তনু পান্ডা, কার্যকরী সভাপতি পিন্টু সাউ সহ-সভাপতি মন্টু সাউ, ইন্দ্রদীপ সিনহা। এছাড়াও উপস্থিত ছিলেন, নীলাঞ্জনা সাউ, অনিশ সাউ। বিভিন্নভাবে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন, দীপক সামন্ত, অনমিকা তেওয়ারি, রীতা সোম, অমরনাথ বিদ, সুব্রত দত্ত, খোকন মল্লিক, কাকলি দাসগুপ্ত প্রমুখ।









