করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি

দ্য বেঙ্গল পোস্ট বিশেষ প্রতিবেদক, নিউ দিল্লি, ২৮ অক্টোবর : করোনা আক্রান্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি! মন্ত্রী স্মৃতি ইরানি স্বয়ং আজ (২৮ অক্টোবর) টুইট জানিয়েছেন, “আমার কোভিড রিপোর্ট পজেটিভ এসেছে। এই কদিন যাঁরা যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, তাঁদের অনুরোধ করছি পরীক্ষা করানোর জন্য।”

[ আরও পড়ুন -   চিনা ব্র্যান্ড Xiaomi কে হারিয়ে ভারতের সেরা স্মার্টফোন ব্র্যান্ডের তকমা পেল Samsung ]
thebengalpost.in
স্মৃতি ইরানি :

মারণ ভাইরাস কোভিডে ফের বিজেপি’র কেন্দ্রীয় স্তরের নেতা ও মন্ত্রী আক্রান্ত হওয়ায় দুশ্চিন্তার ছায়া অনুগামীদের মধ্যে। এর আগে বিজেপি’র একাধিক নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মৃত্যু’ও হয়েছে! স্বয়ং, অমিত শাহও করোনা সংক্রমিত হয়েছিলেন, সম্প্রতি অবশ্য তিনি সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন।

[ আরও পড়ুন -   অশরীরী আত্মা নাকি অসৎ উদ্দেশ্য? অন্ধকারে দুলছে 'দোলনা', ঝাড়গ্রামের ঘটনায় ছড়াল চাঞ্চল্য ]