দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ১৩ মে: গভীর রাতে হানা দিয়ে বাড়ির মালিক ও তার স্ত্রী সহ মোট ৭ জনকে গ্রেফতার করল মেদিনীপুর কোতোয়ালী থানার পুলিশ। বুধবার তাদের জেলা আদালতে তোলা হলে, বাড়ির মালিক ও তাঁর স্ত্রী’র পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত (সূত্রের খবর অনুযায়ী ৩ দিনের পুলিশ রিমান্ডের আদেশ দেওয়া হয়েছে)। উদ্ধার হওয়া ৫ তরুণী’কে অবশ্য ব্যক্তিগত জামিনে ছেড়ে দেওয়া হয়।

Whatsapp Group এ

গোপন সূত্রে খবর পেয়ে, খোদ জেলা শহরের উপকণ্ঠে গিরিধারিচকের একটি বাড়িতে মধুচক্রে হানা দেয় পুলিশ। মঙ্গলবার গভীর রাতে অভিযান চালিয়ে, বাড়ির মালিক, তাঁর স্ত্রী এবং ৫ জন তরুণীকে গ্রেফতার করে নিয়ে যায় কোতোয়ালী থানার পুলিশ। বুধবার দুপুরে তাদের আদালতে তোলা হয়। সেখানেই বাড়ির মালিক ও তাঁর স্ত্রী’র পুলিশ হেফাজত হয়। ৫ তরুণীর জামিন মঞ্জুর করা হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ জানায়, ওই বাড়িতে দীর্ঘদিন ধরে চলত মধুচক্রের আসর। এরপরই খবর পেয়ে মঙ্গলবার গভীর রাতে হানা দেয় কোতোয়ালী থানার পুলিশ।
(প্রতীকী ছবি, সংগৃহীত) :
