দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৩ জানুয়ারি: ‘দেশনায়ক’ সুভাষচন্দ্র বসু’র ১২৫ তম জন্মজয়ন্তী’তে পশ্চিম মেদিনীপুর জেলার নাড়াজোল এলাকার সূক্ষ্ম-কলা শিল্পী (মাইক্রো আর্টিস্ট) বিমান আদক অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন আপন সৃষ্টির অনন্যতায়। তিনি, একটি ‘নকল’ ১০ টাকার নোটে, পুণ্য ভারতভূমির মাটি ও রঙ দিয়ে রাঙানো ৫.২ সেমি দৈর্ঘ্যের নেতাজি সুভাষচন্দ্র বসু’র প্রতিকৃতি অঙ্কন করেছেন। শিল্পী জানিয়েছেন, এই শিল্পকর্ম’টি সম্পাদন করতে তাঁর সময় লেগেছে প্রায় ৬ ঘন্টা ৪৫ মিনিট। ২ দিন মিলিয়ে তিনি এই সময় দিয়েছেন বলে জানিয়েছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, নেতাজি সুভাষচন্দ্র বসু’র ১২৫ তম জন্মজয়ন্তী থেকেই, তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে এই দিনটিকে কেন্দ্র সরকার “পরাক্রম দিবস” রূপে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। আজ সেই উপলক্ষে বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর, তার প্রাক্কালেই বিপ্লব আর সংগ্রামের ‘মেদিনীমাতা’ মেদিনীপুরের সন্তান বিমান আদক নিজের শিল্পকর্মের মধ্য দিয়ে ‘দেশনায়ক’ নেতাজি সুভাষচন্দ্র বসু’র প্রতি অন্তরের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলেন। শিল্পী জানালেন, “এর মধ্যে কোনও বিতর্ক নেই। অসংখ্য দেশবাসীই দেশনায়ক সুভাষকে ভারতীয় মুদ্রায় দেখতে চান। সেই আবেগকে শ্রদ্ধা জানিয়ে এবং নেতাজি’কে সর্বদা বুকে চেপে রাখার তাগিদ থেকেই এই শিল্পকর্ম।”






