বিশেষ প্রতিবেদন, সায়নী দাশগুপ্ত, ১৮ সেপ্টেম্বর : পুজোর আগে খুশির খবর! আগামী ২ অক্টোবর থেকে খুলছে আলিপুর চিড়িয়াখানা সহ পশ্চিমবঙ্গের সমস্ত চিড়িয়াখানা ও জঙ্গল পর্যটনকেন্দ্র। এমনকি খুলে যাবে শিলিগুড়ি বেঙ্গল সাফারি ও দার্জিলিং জু। শুক্রবার নবান্নে সাংবাদিক বৈঠকে এই ঘোষণা করেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “আগামী ২৩ সেপ্টেম্বর খুলবে পর্যটন কেন্দ্রগুলি। পাশাপাশি ২ অক্টোবর খুলবে রাজ্যের চিড়িয়াখানাগুলি, তবে বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে এর পাশাপাশি পর্যটকদের মানতে হবে কোভিড বিধিও। আগের মতো লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা যাবে না, সমস্ত টিকিট বুকিং হবে অনলাইনে”।

পর্যটনের ক্ষেত্রে যেসব বিধি নিষেধ মানতে হবে সেগুলি হলো:-
১. চিড়িয়াখানায় প্রবেশের সময় সমস্ত পর্যটকদের থার্মাল স্ক্রিনিং করা হবে, তার সাথে স্যানিটাইজও করতে হবে।
২. অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। মাস্ক ছাড়া প্রবেশ নিষিদ্ধ।
৩. চিড়িয়াখানা খোলার আগে জীবাণুমুক্ত করতে হবে।
৪. একই রকম ভাবে সমস্ত চিড়িয়াখানায় প্রতিদিন সর্বোচ্চ দর্শকসংখ্যা বেঁধে দেওয়া হবে। জঙ্গল পর্যটনে সামাজিক দূরত্ব বজায় রেখে চালু থাকবে হাতি ও জিপ সাফারি, কিন্তু জিপ সাফারির ক্ষেত্রে যাত্রীর পাশে আসন ফাঁকা রাখতে হবে।
৫. করোনা আবহে স্বাস্থ্যসুরক্ষা বিধি ঠিক ভাবে মেনে চলা হচ্ছে কিনা, তার উপর নজরদারি চালাতে হবে কর্তৃপক্ষকে।
