অত্যাধুনিক কটেজ আর ক্যাফেটরিয়ায় সেজে উঠছে কর্ণগড়! করোনা আবহের মধ্যেই শুরু হল অসম্পূর্ণ কাজ

thebengalpost.in
কর্ণগড় :

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ২৬ এপ্রিল: পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন এবং শালবনী ব্লক প্রশাসনের উদ্যোগে, প্রায় ৮-৯ আগে কর্ণগড় মন্দির সংলগ্ন রাণী শিরোমণির গড় টিকে সংস্কার করে, সেটিকে নবরূপে পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলার কাজ শুরু হয়েছিল। বেশ কয়েকটি রিসর্ট বা আবাসন নির্মাণ সহ সৌন্দর্যায়নের কাজ চলছিল অত্যন্ত দ্রুততার সাথে। জঙ্গলমহলের জঙ্গল ঘেরা এই পরিবেশে, গ্রামীণ সৌন্দর্যকেই আধুনিক সভ্যতার সমস্ত পরিষেবায় সমৃদ্ধ করে, উপস্থাপিত করার আন্তরিক প্রচেষ্টা লক্ষ্য করা গেছে রিসর্ট বা অতিথিশালার সাজসজ্জায়। এছাড়াও, প্রাচীন ইতিহাসের হাতছানি আর প্রকৃতির অনাবিল সৌন্দর্য শিরোমণির গড়ের স্বতন্ত্র বৈচিত্র্য। জানুয়ারির শেষ সপ্তাহ থেকেই (২৬ শে জানুয়ারি) নবসাজে সজ্জিত হয়ে, পর্যটকদের স্বাগত জানানোর কথা ছিল রাণী শিরোমণির কর্ণগড়ের। কিন্তু, নির্বাচন সহ বিভিন্ন কারণে কিছু কাজ অসম্পূর্ণ অবস্থায় থেকে যায়। ফের সেই কাজ শুরু হল করোনা আবহের মধ্যেই। অত্যাধুনিক কটেজের সাথে সাথেই গড়ে উঠছে বিনোদনমূলক ক্যাফেটরিয়া (কফি শপ)। সম্প্রতি, সেই কাজ সরজমিনে খতিয়ে দেখতে উপস্থিত হয়েছিলেন জেলাশাসক ডঃ রশ্মি কমল। সঙ্গে ছিলেন দুই অতিরিক্ত জেলা শাসক তুষার সিংলা, কূহুক ভূষণ এবং শালবনীর বিডিও প্রণব দাস।

thebengalpost.in
কর্ণগড়ে জেলাশাসক :

মোবাইলে খবর পেতে জয়েন করুন
Whatsapp Group এ
thebengalpost.in
কর্ণগড়ের কটেজ :

জেলাশাসক ডঃ রশ্মি কমল বলেন, “কর্ণগড় মহামায়ার মন্দিরের কাছেই রয়েছে রানি শিরোমণি গড়। পুজো দেওয়ার পর অনেকেই গড় এলাকা ঘুরে দেখতে যান। পর্যটকদের সুবিধার কথা মাথায় রেখেই এই পর্যটন কেন্দ্র গড়ে তোলার কাজ শুরু হয়েছে। রাতে থেকে পুজো দিয়ে যাতে তাঁরা গড় ঘুরে দেখতে পারেন সে জন্য তৈরি করা হয়েছে কটেজ। সেখানে জল, আলোর সুব্যবস্থাও থাকছে। এ ছাড়া কাছে পিঠে থাকা পর্যটন কেন্দ্রগুলিতে ঘুরতে নিয়ে যাওয়ার বিশেষ ট্যুর করানোর পরিকল্পনাও রয়েছে প্রশাসনের।” ইতিমধ্যেই ৬ টি কটেজ ছাড়া একটি ক্যাফেটেরিয়া তৈরির কাজ চলছে। এ ছাড়া একটি সুইমিং পুল করারও পরিকল্পনা রয়েছে জেলা প্রশাসনের। ফেনসিং বাউন্ডারি করে সুসজ্জিত আলো দিয়ে পর্যটন ক্ষেত্রটি সাজানোর ব্যবস্থাও হয়েছে। শেষ হয়েছে কাঁচা রাস্তা পাকা করার কাজ। দ্রুততার সঙ্গে চলছে সংস্কারের কাজেও। প্রাচীন গড়ের সামনে একটি মন্দিরের সংস্কার ও গড়ের সংস্কারের কাজ প্রায় শেষ পর্যায়ে। কর্ণগড় মন্দির থেকে রাণীর গড়ে যাওয়ার জন্য, পারাং নদীর উপর একটি সেতু তৈরির কাজও চলছে। এতদিন একটি অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের একাংশের মত, “ওই ব্রিজ হয়ে গেলে এলাকার বাসিন্দাদের যেমন সুবিধা হবে, তেমনই পর্যটকরাও আকৃষ্ট হবেন।” শুধু তাই নয়, এলাকার আর্থ সামাজিক প্রেক্ষাপটেও আমূল পরিবর্তন হবে বলেই সংশ্লিষ্ট সব মহলের ধারণা।

thebengalpost.in
কর্ণগড়ের কটেজ :

thebengalpost.in
কর্ণগড় :

আরও পড়ুন -   করোনা ঝড়ে কুপোকাত দুই মেদিনীপুরের "ট্রিপল সেঞ্চুরি"! খড়্গপুর "একাই একশো", শহর মেদিনীপুর আর ঝাড়গ্রাম "হাফ সেঞ্চুরি", বঙ্গ আজ ১৫ হাজারের পথে