‘নত মস্তকে’ প্রণাম মেদিনীপুরের পুণ্য ভূমিকে, পিঠ চাপড়ে দিলেন রাজীব-শুভেন্দুর, মুষ্ঠিবদ্ধ হাতে প্রতিক্রিয়া রাজীবের

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, হলদিয়া, ৭ ফেব্রুয়ারি: বিধানসভার প্রাক্কালে, বাংলায় তাঁর প্রথম রাজনৈতিক সভা। ভাষণ শুরু করলেন বাংলাতেই। বাংলা ভাষাতেই ‘নত মস্তকে’ প্রণাম জানালেন মেদিনীপুরের ‘পবিত্র’ ভূমিকে। বললেন, “মেদিনীপুরের মাটির গুণে আমি মুগ্ধ”! স্মরণ করলেন, ‘বর্ণপরিচয়’ এর স্রষ্টা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে, বিপ্লবী ক্ষুদিরাম বসু আর ‘তাম্রলিপ্ত জাতীয় সরকার’ এর প্রতিষ্ঠাতা সতীশচন্দ্র সামন্ত’কে। পূর্ব মেদিনীপুরের হলদিয়ার মাটিতে এসে, বাংলা এবং মেদিনীপুরের আবেগ’কে আজ এভাবেই ছুঁয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ফের একবার স্বামী বিবেকানন্দ, নেতাজি সুভাষচন্দ্র বসু’কে স্মরণ করে ‘গর্ব’ অনুভব করলেন ‘আত্মনির্ভর ভারত’ এর জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে কটাক্ষ করে বললেন ‘নির্মমতার সরকার’। প্রধানমন্ত্রী বললেন, মা-মাটি-সরকারের আমলে কোনও ‘পরিবর্তন’ ই হয়নি, শুধু ‘দুর্নীতি’ আর ‘তোলাবাজি’ হয়েছে। বাম আমলের থেকেও বেশি অপশাসন হয়েছে। করোনা’র সময়ে কৃষকরা টাকা পাননি তৃণমূল সরকারের জন্য। তিনি এও জানালেন, পরিবর্তনের ‘পরিবর্তন’ এখন শুধুই সময়ের অপেক্ষা!

thebengalpost.in
রাজীব বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারী’র সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী :

বিজ্ঞাপন

[ আরও পড়ুন -   গেরুয়া শিবিরে ফের ধাক্কা! এবার করোনা আক্রান্ত কর্ণাটকের মুখ্যমন্ত্রী ]

হলদিয়াতে আজ (৭ ফেব্রুয়ারি) কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রকের সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিজেপির রাজনৈতিক সভা তে যোগদান করলেন। বিধানসভা নির্বাচনের আগে, বাংলায় এটিই তাঁর প্রথম রাজনৈতিক সভা। সভায় তৃণমূল কংগ্রেস’কে আক্রমণ করা ছাড়াও, উন্নয়নমূলক কর্মকাণ্ডের কথাও তুলে ধরেন তিনি। বাংলার কৃষকদের কথা দেন ক্ষমতায় আসার পরই ‘সুদ সমেত’ কিষান সম্মান নিধির টাকা দেওয়া হবে। বাংলার মানুষের উদ্দেশ্যে তাঁর প্রতিশ্রুতি, আয়ুষ্মান প্রকল্প চালু করা হবে বিজেপি ক্ষমতায় এলেই। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী’র ভাষণ শেষ হলে, তাঁর সাথে রাজীব বন্দ্যোপাধ্যায়ের সাক্ষাৎ করিয়ে দেন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রধানমন্ত্রী’কে ‘প্রণাম’ করতে গেলে, রাজীবের হাত দুটি ‘দুই হাত’ দিয়ে জাপটে ধরেন তিনি। দৃপ্ত ভঙ্গিতে চাপড়ে দেন তৃণমূল থেকে সদ্য আগত রাজীব বন্দ্যোপাধ্যায়ের পিঠ। প্রতিক্রিয়ায় ‘মুষ্ঠিবদ্ধ হাত’ দেখান রাজীব। এরপর, শুভেন্দু অধিকারী’রও পিঠ চাপড়ে দিয়ে, একসাথে রাজীব-শুভেন্দু’কে বিশেষ বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সামনেই ছিলেন দিলীপ ঘোষ, মুকুল রায়। তাঁদেরকেও উৎসাহিত করে যান প্রধানমন্ত্রী। মঞ্চে আজ এভাবেই বিজেপি নেতৃত্ব’কে ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়ে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরপরই তিনি চলে যান, সরকারি অনুষ্ঠানে। প্রসঙ্গত, হলদিয়াতে বিপিসিএলের এলপিজি টার্মিনাল, ধোবি-দুর্গাপুর প্রাকৃতিক গ্যাসলাইন এবং রানিচকের ওভারব্রিজের উদ্বোধন উপলক্ষে সরকারি অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী। উপরিউক্ত প্রকল্প গুলিতে বিপুল কর্মসংস্থানের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী।

thebengalpost.in
হলদিয়ার সভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী :

[ আরও পড়ুন -   করোনা আক্রান্তদের পরিষেবায় নিয়োজিত শালবনী করোনা হাসপাতালের এক স্বাস্থ্যকর্মী এবং এক সাফাই কর্মী'র রিপোর্ট পজিটিভ এলো ]