মাওবাদীদের চাকরি হলেও চাকরি হয়নি অবিভক্ত মেদিনীপুরের বিশ্বচ্যাম্পিয়নের, নতুন বিশ্বরেকর্ডের জন্য প্রস্তুতি শুরু মনোজের

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পাঁশকুড়া, ২২ সেপ্টেম্বর : জীবনের লক্ষ্য ছিল ফুটবলার হবেন। জীবন শুরুও হয়েছিল অনেকটা সেভাবেই। প্রথমে কলকাতা লিগে মৌড়ি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলতেন। এরপর জীবন ও জীবিকার স্বার্থে উপার্জনের জন্য গুজরাটের একটি প্লাস্টিক কারখানায় শ্রমিকের কাজ শুরু করেন। সেখান থেকে ফের মুম্বাইয়ের দাদারে পাড়ি। ছোটদের ফুটবল খেলা শেখাতেন। এখানে খেলতে গিয়ে পায়ে চোট লাগে। খেলা ছেড়ে দিয়ে নেমে পড়েন ফুটবল জাগলিংয়ে। গড়ে ফেলেন ১০ টি বিশ্বরেকর্ড!

দ্য বেঙ্গল পোস্ট
মনোজ মিশ্র :

বিজ্ঞাপন

একসময় তৃণমূলের পঞ্চায়েত প্রার্থী হয়েছেন। ভোটের প্রচারে তৃণমূলের নেতা-নেত্রীদের সাথে ফুটবল জাগলিং দেখিয়ে জনস্রোত টেনেছেন। স্বয়ং মুখ্যমন্ত্রীর সামনে নেতাজী ইণ্ডোর স্টেডিয়ামেও ফুটবল শো করেছেন। কিন্তু কেউই তাঁর পাশে দাঁড়ানোর ইচ্ছে প্রকাশ করেননি! বারবার কালীঘাট, নবান্ন ও ক্রীড়াদপ্তর হয়ে ঘুরে ঘুরেও শিকে ছেঁড়েনি এই বিশ্বরেকর্ডের অধিকারীর।

মাথায় ফুটবল নিয়ে কলকাতার তালতলা মাঠে ৪৯.১৭ কিমি হেঁটে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নাম তুলেছেন তিনি। পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার তিলাগেড়িয়া গ্রামের দরিদ্র ব্রাহ্মণ সন্তান মনোজ মিশ্র একজন পুরোহিতও। মুখ্যমন্ত্রী বর্তমানে পুরোহিতদের ভাতা দেওয়ার ঘোষনাও করেছেন। তবে, অনেক প্রতিশ্রুতি পেলেও চাকরি পাননি মনোজ। তাই, সংসার চালাতে হিমশিম অবস্থা তাঁর। বারবার মুখ্যমন্ত্রী’র কাছে একটা চাকরির আবেদন নিবেদন করেও বিফল তিনি। মনোজ মিশ্র জানান, “২০১৬ সালে স্বয়ং মুখ্যমন্ত্রী ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে স্পোর্টস কোটায় চাকরি দিতে বলেন। কিন্তু, আজও জোটেনি চাকরি।”

দ্য বেঙ্গল পোস্ট
নতুন বিশ্ব রেকর্ডের প্রস্তুতিতে মনোজ মিশ্র :

বিপিএল পরিবারভুক্ত এই মানুষটি পূজার্চনা করেই উপার্জন করেন। আর, ফুটবলের কসরত দেখিয়ে বিশ্বরেকর্ড করেন। সম্প্রতি এক মিনিটে ৭৯ বার ঘাড়ে বল ঘুরিয়েছেন গিনেস বুকে নাম তুলতে। তাঁর এই রেকর্ডটি হল- “মোস্ট ফুটবল শোল্ডার রোল মোর দ‍্যান সেভেন্টি নাইন টাইমস্ ইন ওয়ান মিনিট”( Most Football Shoulder Roll More Than 79 Times In One Minute)। আগের বিশ্বরেকর্ড আছে ইটালির ডেনিল কাটিংয়ের এক মিনিটে ৬৯ বার কাঁধের মধ্যে ফুটবল ঘোরানো। ২০১২ এর ১৭ ই এপ্রিল করেন তিনি। এর আগে মনোজ এই ফুটবল নিয়েই একাধিকবার লিমকা বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস, ইন্ডিয়া বুক, অলটারনেটিভ বুক এবং গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে নিজের নাম ঝুলিতে পুরেছেন। আগামী, ১১ ই অক্টোবর আবারও তিনি নামবেন, আর‌ও একটি বিশ্বরেকর্ড গড়ার জন্য। এবার তাঁর বিষয় “মোস্ট ফুটবল আর্ম চেস্ট আর্ম মোর দ‍্যান ওয়ান হান্ড্রেড ফোর্টি ওয়ান টাইমস্”(Most Football Arm Chest Arm More Than 141 Times)। আগের গিনেস রেকর্ড আছে বাংলাদেশের ঢাকায় মাহমুদুল হাসানের। তিনি মিনিটে ১৩৪ বার করেছিলেন হাত থেকে ছাতি টাচ করে অন্য হাত দিয়ে ফুটবল ঘোরানো। আর মনোজ করবেন ১৪১ বার। ফের, আগামী ৮ ই নভেম্বর মাথায় ফুটবল নিয়ে সাইকেলে দীর্ঘতম দূরত্ব অতিক্রম করার রেকর্ডের জন্য নামতে চাইছেন মনোজ মিশ্র। মাথায় ফুটবল নিয়ে ৬১ কিমি সাইকেল চালাবেন তিনি। এই রেকর্ডটি ২০১৭ এর ৮ ই জুন বাংলাদশের ঢাকায় মোট ১৩.৭৪ কিমি পথে করেছিলেন আব্দুল হালিম। সেটি ভেঙে দিতে চান মনোজ। তাই, নিবিড় অনুশীলনে এখন ব্যস্ত মেদিনীপুরের গর্ব মনোজ।

বিজ্ঞাপন