দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৯ মার্চ: প্রথম দফার নির্বাচনের মনোনয়ন পর্ব সবে শেষ হয়েছে! শুরু হয়ে গেল করে রাজনৈতিক সংঘর্ষ। সেটাও আবার শহর মেদিনীপুর থেকে ঢিল ছোঁড়া দূরত্বে! পশ্চিম মেদিনীপুর জেলার কোতোয়ালি থানার অন্তর্গত, হাতিহলকা-রামনগর এলাকায়, আজ সন্ধ্যা নাগাদ এই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটে! তৃণমূল ও বিজেপি’র মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। উভয়পক্ষই পরস্পরের উপর হামলার অভিযোগ এনেছে। দু’পক্ষের মোট ৭ জন আহত হয়েছে। এর মধ্যে, ৪ জনের আঘাত গুরুতর। প্রত্যেককে মেদিনীপুর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।

ঘটনা সূত্রে জানা যায়, আজ সন্ধ্যা নাগাদ মেদিনীপুর শহর থেকে নিজেদের প্রার্থীর মনোনয়ন উপলক্ষে মিছিলে অংশগ্রহণ করে ফিরছিলেন রামনগরের বিজেপি কর্মীরা। সেই সময় নিজেদের পার্টি অফিসে বসেছিলেন, ২-৩ জন তৃণমূল কর্মী। এরপরই, পরস্পরের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় থেকে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এলাকা রণক্ষেত্রের আকার ধারণ করে। এই সংঘর্ষে, ৩ জন বিজেপি কর্মী (সামিম বিশ্বাস, ইফসার বিশ্বাস, হালিমা বিবি) ও ৪ জন তৃণমূল কর্মী (আসতাব খান, আফজের গায়েন, আলতাব গায়েন, আকাশ গায়েন) জখম হয়। এরমধ্যে, ৪ জনের আঘাত গুরুতর! তাদের মাথায়, বুকে, হাতে ও পা’ এ মারাত্মক চোট লেগেছে। মেদিনীপুর মেডিক্যাল কলেজে প্রত্যেককে ভর্তি করা হয়েছে। ২ জনের মাথায় সিটি স্ক্যান করা হয়েছে।

প্রসঙ্গত, এই ঘটনায় তৃণমূলের তরফে অভিযোগ করা হয়েছে, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তাদের কর্মীদের উপর হামলা চালিয়েছে এবং রামনগর পার্টি অফিস ভাঙচুর করা হয়েছে। অপরদিকে, বিজেপির তরফে অভিযোগ করা হয়েছে, তাদের মিছিল ফেরত কর্মীদের উপর তৃণমূল হামলা চালিয়েছে। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর টহল চলছে এলাকায়!







