দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ৯ ফেব্রুয়ারি: ঋষি কাপুরের শোকের ছায়া কাটতে না কাটতেই, ফের শোকের মহল কাপুর পরিবারে! প্রয়াত হলেন, রণধীর কাপুর ও ঋষি কাপুরের ছোট ভাই রাজীব কাপুর। আজ সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। বয়স হয়েছিল ৫৮ বছর। সূত্রের খবর অনুযায়ী, হঠাৎ করে ম্যাসিভ আ্যটাক হয় তাঁর। বাড়ির পাশেই হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। সেখানেই পরলোকগমন করেন তিনি!

এরপরই সোশ্যাল মিডিয়ায় এই খবর জানিয়েছেন, প্রয়াত ঋষি কাপুরের স্ত্রী নীতু কাপুর। হাসপাতালে দাদা রণধীর কাপুর বলেছেন, “আমার ছোট ভাই আর নেই! ওকে বাঁচাতে পারলাম না। ডাক্তাররা সাধ্য মত চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ রক্ষা হল না!” প্রসঙ্গত, ১৯৮৫ সালে ” রাম তেরি গঙ্গা ম্যায়লি” ছবিতে অসাধারণ অভিনয় করে দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। এরপর একে একে ‘ প্রেম গ্রন্থ’, ‘আসমান’, ‘এক জান হ্যায় হাম’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন রাজীব কাপুর।







