দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, ডেবরা, ১৬ অক্টোবর: পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতির সদস্যরা স্থায়ীকরণ সহ নিজেদের বেশ কিছু দাবি নিয়ে রাজ্য সরকারের দ্বারস্থ হচ্ছে গত ৪ বছর ধরে। কিন্তু, কোনো সুরাহা না হওয়ার তাঁরা রাজ্যের প্রতিটি জেলায় অনশনে বসেছেন। পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম জেলার অস্থায়ী কলেজ কর্মীরা গত ১২ অক্টোবর থেকে ডেবরা কলেজে (ডেবরা থানা শহীদ ক্ষুদিরাম স্মৃতি মহাবিদ্যালয়ে) আমরণ অনশনে বসেছেন। সেই অনশন আজ ৫ ম দিনে পড়েছে। ইতিমধ্যে, বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়ছে। এর মধ্যে গড়বেতা কলেজের অস্থায়ী কলেজ কর্মচারী সিদ্ধেশ্বর মণ্ডলের অবস্থা গুরুতর, মঞ্চেই তাঁর চিকিৎসা চলছে। সমিতির পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষে সুমিত চৌধুরী বলেন, “পশ্চিমবঙ্গ কলেজ ক্যাজুয়াল এমপ্লয়ীজ সমিতির পক্ষ থেকে সরকারের কাছে সরকারি স্বীকৃতির দাবিতে এবং 3998 F(P2) লাগুর দাবিতে আমাদের অনসন কর্মসূচি সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে। পূর্ব বর্ধমান জেলায় আজ ১৪ দিনে পড়ল । ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর জেলার পক্ষ থেকে আমরা পঞ্চম দিনে অনশন চালিয়ে যাচ্ছি। আমাদের আন্দোলন চলবে যতদিন না পর্যন্ত আমরা সরকারের কাছ থেকে দাবি আদায় করতে পারছি। অনশন মঞ্চে অনেক কর্মচারী অসুস্থ হয়ে পড়লেও, এখনো অবধি সরকারের দিক থেকে কোনো সাড়া পাওয়া যায়নি।”
আজ (শুক্রবার) কিছুক্ষণ আগে, ডেবরা সুপার স্পেশালিটি হপপিটালের কয়েকজন স্বাস্থ্যকর্মী অবস্থান মঞ্চে এসে সকলের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার পর, খড়গপুর কলেজের অস্থায়ী শিক্ষাকর্মী সুমিত চৌধুরি ও সুশান্ত পান্ডা সহ সেবাভারতী মহাবিদ্যালয়ের তুহিন গুহ এবং নাড়াজোল রাজ কলেজের তপন মাইতিকেও অসুস্থ বলে জানিয়ে দেন।