মেদিনীপুর শহরের কুইকোটায় দুর্ঘটনা, গুরুতর আহত স্থানীয় দুই ব্যক্তি

বিজ্ঞাপন

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, মেদিনীপুর, ২৭ সেপ্টেম্বর: রবিবার ছুটির দিনে সাত সকালেই বড়োসড় দুর্ঘটনার সাক্ষী থাকল মেদিনীপুর শহর। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর শহরের কুইকোটা অঞ্চলে। স্থানীয় সূত্রের খবর, চিপস বোঝাই একটি ট্রাক্টর নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি মাংস কাটার দোকানে ধাক্কা মারে। গুরুতর আহত হয়েছেন স্থানীয় দু’জন ব্যক্তি, তাঁদের উদ্ধার করে মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

THEBENGALPOST.IN
চিপস বোঝাই গাড়ি দুর্ঘটনার কবলে :

বিজ্ঞাপন

একে ছুটির দিন, তার ওপর কুইকোটার মতো ব্যস্ততম অঞ্চলে, একেবারে বাস চলাচলের মেইন রোডের উপর এই ঘটনাটি ঘটার ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়। ঘটনাটি দেখতে পথচলতি সাধারন মানুষ এবং স্থানীয় লোকেরা ভিড় জমাতে থাকে। ফলে রাস্তার মধ্যে যান চলাচল অচল হয়ে পড়ে। একের পর এক দাঁড়িয়ে যায় বাস, লরি, অটো, টোটো প্রভৃতি। শেষ পর্যন্ত পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় কোতোয়ালি থানার পুলিশ। এখনও পর্যন্ত মৃত্যুর কোনো খবর নেই।

THEBENGALPOST.IN
নিয়ন্ত্রণ হারিয়ে একটি দোকানে’র ভেতরে ঢুকে গেল ট্রাক্টর :

বিজ্ঞাপন