ISF নয় দাবি মেনে দাসপুরে বাম প্রার্থী! খড়্গপুরে প্রার্থী কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায়, সবংয়ে কার্যকরী সভাপতি চিরঞ্জীব ভৌমিক

দ্য বেঙ্গল পোস্ট প্রতিবেদন, পশ্চিম মেদিনীপুর, ৬ মার্চ: বাম-কংগ্রেস-আইএসএফ এর সংযুক্ত মোর্চার জোট পশ্চিম মেদিনীপুর জেলার ১১ টি আসনের প্রার্থী ঘোষণা করেছিল, গতকাল (৫ মার্চ)। আজ (৬ মার্চ) তারা অবশিষ্ট ৪ টি আসনের প্রার্থী ঘোষণা করে দিল। এর মধ্যে, দাসপুর আসন’টি আই এস এফ (ISF) কে ছাড়ার কথা হলেও, দাসপুরের বাম কর্মী-সমর্থকরা নিজেদের দলীয় প্রার্থীর দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন। শেষ পর্যন্ত সেই দাবিকেই মান্যতা দেওয়া হল নেতৃত্বে তরফের। দাসপুরে বাম জোটের প্রার্থী হলেন শিক্ষক ধ্রুবশেখর মন্ডল। তিনি ABPTA ‘র জেলা সম্পাদক। অন্যদিকে, পিংলা ও চন্দ্রকোনা আসন দুটি ছেড়ে দেওয়া হল, ISF কে।

thebengalpost.in
সমীর রায় :

[ আরও পড়ুন -   পাবজি গেম বন্ধ, মানসিক অবসাদে আত্মহত্যা আইটিআই ছাত্রের ]

এদিকে, জেলার খড়্গপুর সদর ও সবং আসন দুটি ছেড়ে দেওয়া হয়েছিল, জাতীয় কংগ্রেস’কে। দুটি আসনের প্রার্থী ঘোষণা করল কংগ্রেস। খড়্গপুর সদরে প্রার্থী হলেন, কংগ্রেসের জেলা সভাপতি সমীর রায়। তবে, এই আসনে ভূমিপুত্র প্রার্থী চেয়ে কংগ্রেস কর্মীরা আন্দোলন করছিলেন। শেষ পর্যন্ত মেদিনীপুর শহরের বাসিন্দা সমীর রায়’কেই প্রার্থী করা হল, কারণ ভূমিপুত্র প্রার্থী হিসেবে যাকে ভাবা হয়েছিল, সেই শিক্ষক চিত্তরঞ্জন মন্ডল এবার প্রার্থী হতে চাননি বলে সূত্রের খবর! প্রসঙ্গত, ‘চাচাজি’ জ্ঞান সিং সোহমপালের পর এই ‘মাস্টারজি’ (শিক্ষক) চিত্তরঞ্জন মন্ডল’কেই বিকল্প হিসেবে তুলে ধরে বিধানসভা উপ নির্বাচনে প্রার্থী করা হয়েছিল। কিন্তু, তৃণমূলের প্রদীপ সরকারের কাছে তিনি পরাজিত হয়েছিলেন ২০১৯ এর বিধানসভা উপ নির্বাচনে! তাই, এবার আর তিনি প্রার্থী হতে চাননি বলে সূত্রের খবর। এগিয়ে এলেন তাই স্বয়ং জেলা সভাপতি। সবংয়ে প্রার্থী হয়েছেন এলাকার ভূমিপুত্র তথা জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি চিরঞ্জীব ভৌমিক।

thebengalpost.in
বাম প্রার্থী ধ্রুবশেখর মন্ডল :

[ আরও পড়ুন -   "অরুণ আলোয়" হাওড়া মেদিনীপুর লোকালের শতাধিক হকার, দেখে নিন মেদিনীপুর-আমতা-দীঘা-হলদিয়া সহ দক্ষিণ-পূর্ব রেলের পূর্ণাঙ্গ সময় সারণী ]